Moto সিরিজের এই দু’টি স্মার্টফোন XT1662 ও XT1663৷ এই XT1663 এশিয়ার অন্যান্য কয়েকটি দেশেও পাওয়া যাবে বলেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷
লেনোভো Moto M নামের একটি ফোন বাজারে আনতে চলেছে এমন খবর পাওয়া গিয়েছিল সম্প্রতি৷ যদিও সেই খবর অনুযায়ী কেবল চিনের বাজারেই মিলবে এই ফোন এমনটাই জানানো হয়েছিল৷ কিন্তু সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ায় চিন ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে মিলবে এই ফোন৷
জানা যাচ্ছে, Moto সিরিজের এই দু’টি স্মার্টফোন XT1662 ও XT1663৷ এই XT1663 এশিয়ার অন্যান্য কয়েকটি দেশেও পাওয়া যাবে বলেই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷
যদিও এই নতুন স্মার্টফোনটির ফিচারস নিয়ে সংস্থার পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তবুও ফাঁস হয়ে গিয়েছে এই ফোনের তথ্য৷
সত্যতা প্রমাণ না হলেও যদি ধরে নেওয়া যায় ফাঁস হওয়া ফিচারসগুলি এই ফোনটিতে থাকছে তবে মোবাইলপ্রেমীদের জন্য বেশ ভাল খবর৷
ফোনটিতে ৫.৫ ডিসপ্লের সঙ্গে থাকবে ২.১ GHz মিডিয়াটেক প্রসেসর৷ এমনকি ফোনে 16MP রিয়ার ও 8MP ফ্রন্ট ক্যামেরাও পাওয়া যাবে৷ আর এই সব ফিচারসের নেপথ্যে থাকবে 3000mAh-এর ব্যাটারি৷
তবে এর আগেও এই ফোনটি নিয়ে অবশ্য গুজব রটেছিল৷ তাই কোনটা সত্যি জানার এখন একটাই উপায়, তা হল অপেক্ষা৷ প্রকাশ্যে না আসা পর্যন্ত Moto M সিরিজের এই ফোনে নিশ্চিত ভাবে কী কী পাবেন ক্রেতারা তাই নিয়ে ধোঁয়াশা থাকবেই৷