ক্যামেরার প্রসঙ্গে আসা যাক৷ নয়া হ্যান্ডসেটটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার থাকবে৷ ৫.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে৷ ইন্টারনাল স্টোরেজ টেক্কা দিতে পারে সমসাময়িক যে কোনও ফোনকে৷ ৩২ ও ৬৪ জিবির দুটি ভেরিয়েন্ট আসবে বাজারে৷ বাজারের পরিস্থিতি বুঝে শেষে আসতে পারে ১২৮ জিবির মডেলও৷ অ্যান্ড্রয়েড সোল-এর দাবি, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের মডেলটি শুধুমাত্র চিনে আত্মপ্রকাশ করবে৷ ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে আসবে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের হ্যান্ডসেটটি৷
সাউন্ডের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে নয়া মডেলে৷ লেনোভোর ১.৫ ওয়াটের স্পিকারের সঙ্গে থাকবে স্মার্ট অ্যামপ্লিফায়ার৷ সঙ্গে ৫১০০ এমএএইচ ব্যাটারি৷ ৩.৫ এমএম মিউজিক জ্যাক থাকবে৷ নয়েস ক্যানসেলেশন ইউনিট ছাড়াও থাকবে দুটি মাইক্রোফোন৷ তবে এট ফিচার সমৃদ্ধ হ্যান্ডসেটটির দাম এখনও জানা যায়নি৷
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.