32MP সেলফি ক্যামেরা সহ Moto G85 5G ভারতে লঞ্চ, দাম 16,999 টাকা থেকে শুরু
Motorola তার G-Series এর স্মার্টফোন Moto G85 5G লঞ্চ করে দিয়েছে
ডিভাইসে 12GB RAM, 32MP সেলফি ক্যামেরা, snapdragon 6s Gen 3 চিপসেট এবং 5000mAh ব্যাটারি মতো শক্তিশালী ফিচার রয়েছে
মোটো G85 5G ফোনের বেস মডেল 8GB RAM এর দাম 17,999 টাকা রাখা হয়েছে
Motorola তার G-Series এর স্মার্টফোন Moto G85 5G লঞ্চ করে দিয়েছে। ডিভাইসে গ্রাহকরা 12GB RAM, 32MP সেলফি ক্যামেরা, snapdragon 6s Gen 3 চিপসেট এবং 5000mAh ব্যাটারি মতো শক্তিশালী ফিচার রয়েছে। ফোনে 3D কার্ভড ডিসপ্লে অফার করেছে কোম্পানি। আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Moto G85 5G ফোনের ভারতে দাম কত এবং বিক্রি কবে
মোটোরোলা নতুন স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে বাজারে আনা হয়েছে। এতে 8GB RAM+128GB স্টোরেজ এবং 12GB RAM+256GB স্টোরেজ কেনা যাবে। ফোনের বেস মডেল 8GB RAM এর দাম 17,999 টাকা রাখা হয়েছে। তবে 12GB RAM সহ টপ মডেলটি 19,999 টাকায় কেনা যাবে।
The brand new #MotoG85 5G brings you the power of 12GB RAM 💥 the magic of flaw-free photos with OIS stability 🤳 and a stellar viewing experience with 3D curved display 👀
— Motorola India (@motorolaindia) July 10, 2024
Starts at ₹16,999*, sale starts 16 Jul @Flipkart, https://t.co/azcEfy2uaW & leading stores.#AllEyesOnYou
দুটি মডেলে লঞ্চ অফারের আওতায় 1000 টাকার সস্তা বিক্রি করা হবে। ছাড়ের পর বেস মডেলটি 16,999 টাকা এবং টপ মডেলটি 18,999 টাকায় বিক্রি হবে।
ফোনের বিক্রি ই-কমার্স Flipkart, কোম্পানির ওয়েবসাইট এবং রিটেল স্টোরে 16 জুলাই থেকে শুরু হবে।
নতুন ফোনটি তিনটি কালার কোবাল্ট ব্লু, অলিভ গ্রিন এবং আর্বন গ্রে মতো অপশনে পাওয়া যাবে।
মোটো জি85 5G ফোনে কী স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে
ডিসপ্লে: মোটো G85 5G ফোনে 6.67-ইঞ্চির FHD+ pOLED 3D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 20.9 আস্পেক্ট রেশিও, 2400×1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1600 নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে।
প্রসেসর: প্রসেসিংয়ের জন্য কোয়ালকম Snapdragon 6s Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে।
RAM এবং স্টোরেজ: মোটোরোলা ফোনে 12GB পর্যন্ত RAM সাপোর্ট দেওয়া। এর সাথে 256GB পর্যন্ত স্টোরেজ অফার করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া। এতে 50MP মেইন সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 32MP ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে মোটো 5G ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া। এটি চার্জ করতে এতে 30W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন: 108MP ক্যামেরা এবং 5030mAh ব্যাটারি সহ সস্তা Redmi 13 5G লঞ্চ, 15 হাজার টাকার বাজেট কেমন হবে ফোনটি
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile