Motorola কোম্পানি সম্প্রতি ভারতে নতুন মিড-বাজেট স্মার্টফোন Moto G85 5G লঞ্চ করেছে। এটি মাত্র 17,999 টাকার শুরুর দামে আনা হয়েছে। স্টাইলিশ লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ মোটো জি85 5G ফোনকে টেক্কা দিচ্ছে বাজারে থাকা OnePlus Nord CE3 Lite 5G ফোন। আপনার মনে প্রশ্ন উঠতেই পারে যে মোটো জি85 5G এবং ওয়ানপ্লাস নর্ড সিই3 লাইট ফোনের মধ্যে কোনটি সেরা বিকল্প হবে। আসুন এই দুটি বাজেট ফোনে খুঁটিনাটি ডিটেল জেনে নেওয়া যাক।
মোটো জি85 5G ফোনের বেস মডেল 8GB RAM+128GB স্টোরেজের দাম 17,999 টাকা। তবে টপ মডেল 12GB RAM+256GB স্টোরেজ সহ আসে যা 19,999 টাকায় কেনা যাবে। ভারতে এই ফোন তিনটি রঙ অলিভ গ্রিন, কোবাল্ট ব্লু এবং আর্বন গ্রে বিকল্পে বিক্রি হবে।
আরও পড়ুন: Moto G85 5G Sale: 32MP সেলফি ক্যামেরা এবং 3D কার্ভড স্ক্রিন সহ নতুন মোটো ফোনের আজ সেল, জানুন দাম কত
ওয়ানপ্লাস নর্ড সিই3 লাইট 5G ফোনটি ভারতে দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনের 8GB RAM+128GB স্টোরেজের দাম 17,999 টাকা রাখা হয়েছে। বড় মডেল 8GB RAM+256GB স্টোরেজের দাম 19,999 টাকা। এটি পেস্টাল লাইম এবং ক্রোমেটিক গ্রে কালার অপশনে কেনা যেতে পারে।
ডিসপ্লে
মোটো জি85 5G ফোনে 6.67-ইঞ্চি FHD+ পঞ্চ হোল ডিসপ্লে সাপোর্ট করে। এটি pOLED 3D কার্ভ স্ক্রিন রয়েছে যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এই ডিসপ্লে 1600 নিটস ব্রাইটনেস সহ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া।
নর্ড সিই3 লাইট 5G ফোনে 6.72-ইঞ্চি ফুলএইচডি+ পঞ্চ হোল ডিসপ্লে দেওয়া। এটি LCD স্ক্রিন রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট, 680 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
পারফরম্যান্স
প্রসেসরের কথা বললে, মোটো জি85 5G ফোনে কোয়ালকম Snapdragon 6s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি 2.30 গিগাহার্টজ ক্লক স্পিডে চলে।
অন্যদিকে ওয়ানপ্লাস নর্ড সিই3 লাইট ফোনে Qualcomm Snapdragon 695 অক্টাকোর প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 2.2 গিগাহার্টজ ক্লক স্পিডে কাজ করে।
RAM এবং স্টোরেজ
মেমোরি হিসেবে মোটো 5জি ফোনে 8GB RAM এবং 12GB RAM পাওয়া যাবে। স্টোরেজ হিসেবে ফোনে 128GB এবং 256GB দেওয়া।
নর্ড সিই3 লাইট 5G ফোনটি ভারতে 8GB RAM সহ আনা হয়েছে। এটি 128GB এবং 256GB স্টোরেজ অপশন সহ আসে।
ফটোগ্রাফি
ক্যামেরার ক্ষেত্রে মোটো জি85 5G ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া। এটি 50MP Sony LYT600 মেইন সেন্সর সাপোর্ট করে যা OIS সহ আসে। এর সাথে 8MP আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য 32MP ফ্রন্ট সেন্সর দেওয়া।
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস নর্ড সিই3 লাইট ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে মেইন সেন্সর 108MP Samsung HM6 দেওয়া হয়েছে। এটি 2MP ডেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো সেন্সরের সাথে কাজ করে। ভিডিও কলিংয়ের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া ফোনে।
ব্যাটারি
পাওয়ার দিতে মোটো জি85 ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে যে একবার ফুল চার্জে এটি 34 ঘন্টা পর্যন্ত কাজ করবে। এটি চার্জ করতে এতে 30W টার্বো পাওয়ার দেওয়া।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস নর্ড সিই3 ফোনে 5000mAh ব্যাটারি সাপোর্ট করে। এই ফোনে 67W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। কোম্পানি দাবি করছে যে মাত্র 30 মিনিটে ফোনটি 80 শতাংশ পর্যন্ত চার্জ করে দেবে।