Moto G85: 32MP সেলফি ক্যামেরা এবং 3D কার্ভড ডিসপ্লে সহ আজ আসবে মোটোরোলা নতুন ফোন, লঞ্চের আগেই দাম ফাঁস
Motorola আজ 10 জুলাই তার G- Series এর নতুন ফোন Moto G85 আনতে চলেছে
কোম্পানি নতুন মোটোরোলা জি85 ফোনের লঞ্চের আগেই একাধিক স্পেসিফিকেশন Flipkart মাইক্রোসাইটে প্রকাশ করে দিয়েছে
মোটোরোলা ফোনে দুটি ভ্যারিয়্যান্ট 8GB RAM+128GB এবং 12GB+256GB দেওয়া হবে
স্মার্টফোন কোম্পানি Motorola আজ 10 জুলাই তার G- Series এর নতুন ফোন Moto G85 আনতে চলেছে। কোম্পানি নতুন মোটোরোলা জি85 ফোনের লঞ্চের আগেই একাধিক স্পেসিফিকেশন Flipkart মাইক্রোসাইটে প্রকাশ করে দিয়েছে। আপকামিং ফোনে ভেগান লেদার ডিজাইন অফার করবে। আসুন জেনে নেওয়া যাক নতুন মোটো জি85 ফোনে কী বিশেষ থাকবে এবং দাম কত হবে।
Moto G85 কবে এবং কখন হবে লঞ্চ
মোটোরোলা এর এই স্মার্টফোন আজ দুপুর 12টায় লঞ্চ করা হবে। ফোনে দুটি ভ্যারিয়্যান্ট 8GB RAM+128GB এবং 12GB+256GB দেওয়া হবে। কোম্পানি ‘অল আইস অন ইউ’ ট্যাগ লাইন এর সাথে ফ্লিপকার্টে মোটো জি85 ফোনের স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: 108MP ক্যামেরা এবং 5030mAh ব্যাটারি সহ সস্তা Redmi 13 5G লঞ্চ, 15 হাজার টাকার বাজেট কেমন হবে ফোনটি
আপকামিং মোটোরোলা ফোনটি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট থেকে বিক্রি করা হবে। ফোনটি কোবাল্ট ব্লু, আর্বন গ্রে এবং অলিভ গ্রিন কালার অপশনে আসবে।
The all-new #MotoG85 5G comes in 3 stunning colors to match your style every day. The addition of Vegan Leather finish promises a feather-like soft feel or you can choose the classic PMMA finish.
— Motorola India (@motorolaindia) July 9, 2024
Launching tomorrow @Flipkart, https://t.co/azcEfy2uaW & leading stores#AllEyesOnYou
ভারতে মোটো জি85 ফোনের দাম কত হবে
নতুন মোটো জি85 ফোনের দাম গুগল এড এর মাধ্যমে স্পট করা হয়েছে। গুগলে এই ফোনের টপ মডেল 12GB RAM+256GB স্টোরেজ এর দাম 18,999 টাকা দেখা গেছে। এখান থেকে আশা করা হচ্ছে যে মটোরোলর এই ডিভাইসটি ভারতে 18,999 টাকায় এন্ট্রি নেবে। তবে এখন এই ফোনের অফিসিয়াল দাম প্রকাশ করা হয়েনি।
মোটোরোলা জি85 ফোনে কী কী স্পেসিফিকেশন থাকবে
ডিসপ্লে: স্মার্টফোনে 6.7-ইঞ্চি 3D কার্ভড p-OLED ডিসপ্লে থাকতে পারে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসবে।
প্রসেসর হিসেবে ফোনটি কোয়ালকম এর Snapdragon 6s Gen 3 চিপসেটের সাথে অফার করা হবে।
ক্যামেরার ক্ষেত্রে নতুন মোটো জি85 ফোনে 50MP Sony LYTIA 600 OIS প্রাইমারি সেন্সর সাপোর্ট পাওয়া যাবে। এর সাথে 8MP আল্ট্রা এবং 8MP ডেপথ সেন্সর পেয়ার করা হয়েছে। সেলফি তোলার জন্য ফোনে 32MP ক্যামেরা দেওয়া হবে।
ব্যাটারি: স্মার্টফোনে পাওয়ার দিতে 33W টার্বো পাওয়ার চার্জের সহ 5000mAh ব্যাটারি দেওয়া হবে।
আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশ হল OnePlus Nord 4 ফোনের দাম, জানুন ভারতে কবে আসবে
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile