Moto G85 5G Sale: 32MP সেলফি ক্যামেরা এবং 3D কার্ভড স্ক্রিন সহ নতুন মোটো ফোনের আজ সেল, জানুন দাম কত

Moto G85 5G Sale: 32MP সেলফি ক্যামেরা এবং 3D কার্ভড স্ক্রিন সহ নতুন মোটো ফোনের আজ সেল, জানুন দাম কত
HIGHLIGHTS

Motorola সম্প্রতি মিড-বাজেট সেগামেন্টে Moto G85 5G ভারতে লঞ্চ করেছিল

আজ 16 জুলাই মোটো জি85 5জি লেটেস্ট স্মার্টফোনের প্রথম সেল রাখা হয়েছে

মোটো জি85 5জি ফোনের দাম 16,999 টাকা থেকে শুরু হয়ে

Motorola সম্প্রতি মিড-বাজেট সেগামেন্টে Moto G85 5G ভারতে লঞ্চ করেছিল। বাজেট প্রাইসে নতুন মোটো জি85 5G ফোনটি দুর্দান্ত লুক, ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন অফার করে। আজ 16 জুলাই এই লেটেস্ট স্মার্টফোনের প্রথম সেল রাখা হয়েছে। আসুন মোটো জি85 5জি ফোনের দাম, সেল অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Moto G85 5G ফোনের দাম কত ভারতে

মোটো জি85 5জি ফোনটি ভারতে দুটি RAM ভ্যারিয়্যান্টে বিক্রি হবে। ফোনের বেস মডেলে রয়েছে 8GB RAM+128GB স্টোরেজ। এই মডেলে দাম 17,999 টাকা রাখা হয়েছে। আরেকটি মডেল হল 12GB RAM+256GB স্টোরেজ, যার দাম 19,999 টাকা। এই মোটোরোলা স্মার্টফোনের বিক্রি 16 জুলাই দুপুর 12টায় শুরু হবে। ফোনটি অলিভ গ্রিন, কোবাল্ট ব্লু এবং আর্বন গ্রে কালার অপশনে কেনা যাবে। ফোনের বিক্রি কোম্পানির ওয়েবসাইট, Flipkart এবং রিটেল স্টোর থেকে করা হবে।

আরও পড়ুন: Monthly Prepaid Plan: পুরো 1 মাস চলবে BSNL এর এই সস্তা রিচার্জ প্ল্যান, থাকছে আনলিমিটেড কল এবং ডেটা, Jio এবং Airtel চিন্তায়!

অফারের কথা বললে, মোটো জি85 5জি ফোনে কোম্পানি 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। আপনি যদি Axis কার্ড দিয়ে পেমেন্টে করেন তবে এই 1000 টাকার ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়া রয়েছে এক্সচেঞ্জ অফার।

মোটো জি85 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লের কথা বললে, নতুন মোটো ফোনে 6.67-ইঞ্চির ফুলএইচডি প্লাস ডিসপ্লে সাপোর্ট দেওয়া। এটি pOLED 3D কার্ভড স্ক্রিন সহ আসে যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর হিসেবে এই ফোনে Qualcomm Snapdragon 6s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে মোটো 5জি ফোনে 50MP সোনি LYT600 মেইন সেন্সর দেওয়া। এটি OIS সাপোর্ট করে। এর সাথে 8MP আল্ট্রা ওয়াইড লেন্স পাওয়া যাবে। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা সাপোর্ট দেওয়া।

ব্যাটারির বিষয় বললে, পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি যে ফোনটি একবার ফুল চার্জে 34 ঘন্টা পর্যন্ত কাজ করে। ফোনকে চার্জ করবে 30W টার্বো পাওয়ার চার্জের।

আরও পড়ুন: OnePlus Phone Discount: 7000 টাকার অবিশ্বাস্য ছাড় নতুন ওয়ানপ্লাস 5G ফোনে, জানুন কোথায় পাবেন?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo