Motorola তার 5G স্মার্টফোনের পোর্টফলিওতে G-Series এর আওতায় নতুন ফোন Moto G84 লঞ্চ করেছে। নতুন মোবাইল বাজেট রেঞ্জে 12GB RAM, OIS সহ 50MP ক্যামেরা মতো দুর্দান্ত ফিচার অফার করা হয়েছে। কোম্পানি ভারতে লেটেস্ট মিড-রেঞ্জ হিসেবে এই ফোন লঞ্চ করেছে। ফোনে একটি ভেগান লেদার ব্যাক প্যানেল অফার করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম এবং স্পেসিফিকেশন বিষয়।
Moto G84 5G ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 19,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: ফোনে এবার স্টোরেজের টেনশন শেষ! Samsung আনছে 2TB Storage সহ শক্তিশালী ফোন
Moto G84 5G ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে: Viva Magenta এবং প্রিমিয়াম ভেগান লেদার ফিনিশে Marshmallow Blue এবং 3D অ্যাক্রিলিক গ্লাসে Midnight Blue।
নতুন ফোনটি ই-কমার্স সাইট Flipkart, মটোরোলা ওয়েবসাইট এবং কিছু রিটেল স্টোর থেকে 8 সেপ্টেম্বর দুপুর 12টায় বিক্রি করা হবে।
লঞ্চ অফারের কথা বললে, কোম্পানি ICICI ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে হাজার টাকা ছাড় দিচ্ছে।
আরও পড়ুন: India vs Pakistan Match 2023: বিনামূল্যে দেখুন ভারত-পাকিস্তান এশিয়া কাপ ম্যাচ, কখন এবং কোথায় দেখবেন?
মোটো G84 5G ডিসপ্লে
ডিসপ্লের কথা বললে, মোটো G84 5G ফোনে 6.55-ইঞ্চি FHD+ 10-বিট pOLED ডিসপ্লে অফার করা হয়েছে, যার সাথে 2400×1080 পিক্সেল রেজোলিউশন দেওয়া।
প্রসেসর
ফোনে কোয়ালকম Snapdragon 695 8nm প্রসেসর অফার করা হয়েছে, যা আপনাকে বাজেট প্রাইসে দুর্দান্ত গেমিং কোয়ালিটি এবং ফাস্ট পারফর্মেন্স অফার করবে।
RAM এবং স্টোরেজ
বাজেট প্রাইস Moto ইউজাররা পাবেন 12GB RAM সহ 256GB বড় স্টোরেজ সাপোর্ট।
https://twitter.com/motorolaindia/status/1697507278801502239?ref_src=twsrc%5Etfw
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট পাওয়া যাবে Moto G84 5G ফোনে। এতে 50 মেগাপিক্সেলের এর অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ প্রাইমারি লেন্স এবং 8 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
ফোনকে বেশিক্ষন পাওয়ার দেবে 5000mAh এর ব্যাটারি, যা 30W টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: ফ্ল্যাগশিপ ফোনকে টেক্কা দিতে আসছে Motorola এর নতুন স্মার্টফোন, ভারতে এই দিন হবে লঞ্চ