Snapdragon 6 Gen 3 চিপসেট সহ বিশ্বের প্রথম স্মার্টফোন Moto G75 5G লঞ্চ, জানুন দাম কত

Snapdragon 6 Gen 3 চিপসেট সহ বিশ্বের প্রথম স্মার্টফোন Moto G75 5G লঞ্চ, জানুন দাম কত
HIGHLIGHTS

Motorola কোম্পানি গ্লোবাল বাজারে চুপিসারে তার G-Series এর নতুন ফোন Moto G75 5G লঞ্চ করেছে

মোটো জি75 বিশ্বের প্রথম ফোন যা কোয়ালকম Snapdragon 6 Gen 3 চিপসেট দেওয়া

মোটো জি75 ফোনের দামের কথা বললে এটি 299 ইউরো (প্রায় 27,915 টাকা) রাখা হয়েছে

Motorola কোম্পানি গ্লোবাল বাজারে চুপিসারে তার G-Series এর নতুন ফোন লঞ্চ করেছে। কোম্পানির নতুন স্মার্টফোনটি Moto G75 5G নামে আনা হয়েছে। স্মার্টফোনটি মিল্ট্রি গ্রেড সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এটি বিশ্বের প্রথম ফোন যা কোয়ালকম Snapdragon 6 Gen 3 চিপসেট দেওয়া। আসুন নতুন মোটো জি75 দাম কত এবং স্পেক্স কী।

Moto G75 5G ফোনের দাম

মোটো জি75 ফোনের দামের কথা বললে এটি 299 ইউরো (প্রায় 27,915 টাকা) রাখা হয়েছে। মোটোরোলা ফোনটি Charcoal Grey, Aqua Blue এবং Succulent Green কালার অপশনে আসে।

আরও পড়ুন: Jio, Airtel কে চিন্তায় ফেলল BSNL, 60 দিন পর্যন্ত প্রতিদিন 1GB ডেটা এবং আনলিমিটেড কলিং

Moto G75 5G

মোটো জি75 ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: মোটো ফোনে 6.78-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট, 1000 নিট পর্যন্ত হাই-ব্রাইটনেস মোড এবং ওয়াটার টাচ ফিচার সাপোর্ট করে।

প্রসেসর: এটি বিশ্বের প্রথম Snapdragon 6 Gen 3 চিপসেটে কাজ করে। এটি একটি 4nm চিপ।

RAM এবং স্টোরেজ: স্মার্টফোনে কোম্পানি 8Gb RAM এবং 256GB স্টোরেজ সুবিধা দিয়েছে। এতে 8GB ভার্চুয়াল RAM পাওয়া যাবে।

ক্যামেরা: স্মার্টফোনে OIS সহ 50MP প্রাইমারি ক্যামেরা (SONY LYTIA 600 সেন্সর), 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16MP সেলফি শুটার দেওয়া।

ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 30W টার্বোপাওয়ার ওয়্যারড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Google Pixel নয়, বরং এই কোম্পানির স্মার্টফোনে প্রথমে আসবে Android 15, দেখে নিন লিস্ট

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo