Moto G73 5G আজ আসছে ভারতে, 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা থাকবে আর কী কী ফিচার?
Motorola কোম্পানি 10ই মার্চ ভারতে তাদের নতুন 5G ফোন Moto G73 5G লঞ্চ করতে চলেছে
এই ফোনটি 20 হাজার টাকার কম দামে আসবে বলে অনুমান করা হচ্ছে
এই মোবাইলটি 13 5G Bands সাপোর্ট করবে এবং MediaTek Dimensity 930 চিপসেটে লঞ্চ হবে
Moto G73 5G আজ ভারতে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগেও ফোনটি সম্পর্কে অনেক তথ্য ফাঁস হয়েছে। এর পাশাপাশি, কোম্পানির তরফেও ফোনের অনেক ফিচার সম্পর্কে ঘোষনা করা হয়েছে। আসুন লঞ্চের আগে Moto G73 5G এর দাম এবং ফিচার সম্পর্কে জেনে নিন।
এই ফোনটি 20 হাজার টাকার কম দামে আসবে বলে অনুমান করা হচ্ছে। যদি ফোনটি এই দামের রেঞ্জে আসে, তবে বাজারে আগে থেকেই থাকা Redmi Note 12 5G, Realme 10 Pro ফোনের থাকে প্রতিযোগিতা হবে।
Moto G73 5G ভারতে কখন হবে লঞ্চ
Motorola এর লেটেস্ট স্মার্টফোন Moto G73 5G আজ অর্থাৎ 10 মার্চ দুপুর 12 টায় লঞ্চ করা হবে। Motorola এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং Flipkart এর মাধ্যমে Moto G73 লঞ্চ করা হবে।
Moto G73 5G দাম এবং ভারতে বিক্রি
Flipkart-এ Moto G73-এর অফিসিয়াল লিস্টিং অনুযায়ী, এই ফোন দুটি কালার অপশনে আসবে- মিডনাইট ব্লু এবং লুসেন্ট হোয়াইট। ফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্ট – 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসবে। এই ফোনের দাম 20 হাজারের কম হতে পারে। Moto G73 এর সম্ভাব্য দাম হতে পারে 18,999 টাকা।
Ready, set, #GoUltra with #motog73 5G. Experience MediaTek Dimensity 930, a 50MP Camera System, True 5G with 13 5G Bands and more! Get ready as it launching tomorrow on @flipkart, https://t.co/azcEfy2uaW & at leading retail stores. https://t.co/F2ZxXkDLeA pic.twitter.com/wVaoF0oxdF
— Motorola India (@motorolaindia) March 9, 2023
Moto G73 5G ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটিকে Motorola ইন্ডিয়ার ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। ফোনে ফুল-এইচডি + রেজোলিউশন সহ একটি 6.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। ফোনের ডিসপ্লে প্যানেল LCD এবং রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত দেওয়া হয়েছে।
এতে একটি ডুয়াল-ক্যামেরা সিস্টেম রয়েছে, যার মধ্যে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এর দ্বিতীয় সেন্সর 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া। প্রাইমারি ক্যামেরা সেন্সর 60fps এ ফুল-এইচডি ভিডিও রেকর্ড করতে পারে। ক্যামেরা অ্যাপে আল্ট্রা-রেস ডুয়াল ক্যাপচার, স্পট কালার, নাইট ভিশন, ম্যাক্রো ভিশন, পোর্ট্রেট, লাইভ ফিল্টার, প্যানোরামা, এআর স্টিকার, প্রো মোড (দীর্ঘ এক্সপোজার সহ), স্মার্ট কম্পোজিশন এবং অটো স্মাইল ক্যাপচারের মতো ফিচার অফার করা হবে।
ফোনে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh রয়েছে। ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার, 3.5 মিমি হেডফোন জ্যাক এবং 5G সাপোর্ট (12 ব্যান্ড) রয়েছে। এই ফোনটি Android 13 এর সাথে আসবে। এর সাথে MediaTek Dimensity 930 প্রসেসর দেওয়া হয়েছে। এই চিপসেটের সাথে আসা ভারতে এটিই প্রথম ফোন। Moto G73 অফিসিয়াল Motorola ইন্ডিয়া চ্যানেল এবং Flipkart-এর মাধ্যমে বিক্রি করা হবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile