Moto G73 5G ফোনের ইন্ডিয়া প্রাইস লঞ্চের আগেই হল লিক, লঞ্চের আগে সাপোর্ট সহ কবে আসছে এই ফোন?

Updated on 16-Mar-2023
HIGHLIGHTS

Motorola কোম্পানি 10ই মার্চ ভারতে তাদের নতুন 5G ফোন Moto G73 5G লঞ্চ করতে চলেছে

বাজারে আসার আগেই Moto G73 5G-এর দামও ফাঁস হয়ে গিয়েছে

এই মোবাইলটি 13 5G Bands সাপোর্ট করবে এবং MediaTek Dimensity 930 চিপসেটে লঞ্চ হবে

Motorola কোম্পানি 10ই মার্চ ভারতে তাদের নতুন 5G ফোন Moto G73 5G লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে যে এই মোবাইলটি 13 5G Bands সাপোর্ট করবে এবং MediaTek Dimensity 930 চিপসেটে লঞ্চ হবে। এছাড়া, বাজারে আসার আগেই Moto G73 5G-এর দামও ফাঁস হয়ে গিয়েছে। এই ফোনের দাম 16,999 টাকা থেকে শুরু হবে বলে জানা গিয়েছে।

Moto G73 5G দাম

Moto G73 5G ফোনের দাম দুটি আলাদা-আলাদা লিকে প্রকাশ করা হয়েছে। Gadgetdata নামের টিপস্টার দাবি করেছে যে এই Motorola ফোনটি ভারতে 16,999 টাকা থেকে 17,999 টাকার মধ্যে বিক্রির জন্য উপলব্ধ করা যেতে পারে।

https://twitter.com/motorolaindia/status/1632644694680440832?ref_src=twsrc%5Etfw

পাশাপাশি, যোগেশ বরার নামে আরেকজন টিপস্টার বলেছেন যে ভারতে Moto G73 5G ফোনের দাম 20,000 টাকা রাখা যেতে পারে। তবে ফোনের আসল দাম কত হবে তা 10 মার্চেই জানা যাবে।

Moto G73 5G স্পেসিফিকেশন

Moto G73 5G ফোন ইতিমধ্যেই ইউরোপীয় বাজারে অফিসিয়াল হয়ে গিয়েছে, তাই ফোনের স্পেসিফিকেশন ইতিমধ্যেই জানা গিয়েছে। এই মোবাইলটি 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.5-ইঞ্চি FullHD+ পাঞ্চ-হোল ডিসপ্লে সাপোর্ট করে। এই স্ক্রিনটি এলসিডি প্যানেলে তৈরি যা 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। Motorola India স্পষ্ট করেছে যে এই ফোনে Dimensity 930 চিপসেট দেওয়া হবে যা 13 5G ব্যান্ড সাপোর্ট করতে সক্ষম হবে।

https://twitter.com/motorolaindia/status/1632698978876928000?ref_src=twsrc%5Etfw

Moto G73 5G ফোন ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর পিছনের প্যানেলে LED ফ্ল্যাশ সহ F / 1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং F / 2.2 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স রয়েছে। এছাড়া, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই Motorola ফোনে F/2.4 অ্যাপারচার সহ একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Moto G73 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য, 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 30W ফাস্ট চার্জিং প্রযুক্তির সাথে কাজ করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :