Moto G7 য়ের সঙ্গে Moto G7 Plus ফোনের স্পেক্সের তুলনা

Moto G7 য়ের সঙ্গে Moto G7 Plus ফোনের স্পেক্সের তুলনা
HIGHLIGHTS

মোটোরোলা সম্প্রতি তাদের G সিরিজের চারটি স্মার্টফোন নিয়ে এসেছে এগুলি হল G7, G7 Plus, G7 Play আর G7 Power , আর আজকে আমরা Moto G7 ফোনের সঙ্গে Moto G7 Plus ফোনের তুলনা করে দেখব

মোটোরোলা তাদের G সিরিজ ফোনের কথা জানিয়েছে। এই সিরিজে মোট 4টি ডিভাইস এসেছে এর মধ্যে G7 Plus সব থেকে বেশি প্রিমিয়াম ফোন। Motorola g সিরিজের সলিড স্পিক্সের সঙ্গে ফোনের বিষয়ে আমরা বলব। তবে এই ফোন গুলি ইউজার্সদের পছন্দ হবে কিনা তা এখনই বলা যাচ্ছেনা। আজেক আমরা G7 আর G7 Plus য়ের সঙ্গে তুলনা করে দেখব। আসুন এই দুটি ফোনের স্পেক্সের তুলনা করে দেখা যাক।

আমরা যদি ফোন দুটির ডিসপ্লের বিষয়ে প্রথমে কথা বলি তবে Moto G7 ফোনে আপনারা 6.2 ইঞ্চির ডিসপ্লে পাবেন যার রেসজিলিউশান 1080x2270p। আর সেখানে Moto G7 Plus ফোনে আপনারা 6.2 ইঞ্চির ডিসপ্লে 1080x2270p রেজিলিউশানের সঙ্গে এসেছে।

এবার আমরা যদি এই ফনের প্রসেরার দিকটি দেখি তবে Moto G7 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 পাবেন। আর এই ফোনে 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ আছে। আর এই স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর Moto G7 Plus ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 স্ন্যাপড্র্যাগনের সঙ্গে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের সঙ্গে এসেছে আর এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

Moto G7 ফোনে ডুয়াল 12MP+5MP র রেয়ার ক্যামেরা আর 8MP র সেন্সার ফ্রন্টে দেওয়া হয়েছে। আর সেখানে অন্য দিকে Moto G7 Plus ফোনে আপনারা 16MP+5MP র ডুয়াল রেয়ায়র ক্যামেরা আর 12MP ইউনিটের ফ্রন্ট ক্যামেরা আছে। আর Moto G ফোন খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হতে পারে। আর এখনও এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

Digit.in
Logo
Digit.in
Logo