Moto-এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোনের আজ প্রথম সেল, মাত্র 624 টাকায় কেনার সুযোগ, জানুন কীভাবে
Moto G62 ফোনটি আজ Flipkart থেকে কেনা যাবে
এই সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন 8GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ আসে
Moto G62 5G ফোনে আছে ট্রিপল ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের
Motorola আজ ভারতে তার লেটেস্ট স্মার্টফোন Moto G62 5G প্রথম সেল করতে চলেছে। এই ফোন দুপুর 12 টায় ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্ট (Flipkart) এ শুরু হবে। এই ফোনে আপনি পাবেন Snapdragon 695 চিপসেট। এছাড়া রয়েছে ফটোগ্রাফির জন্য ফোনের রিয়ারে LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ।
কোম্পানির এই সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন 8GB পর্যন্ত RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ আসে। আসুন এই ফোন সম্পর্কিত প্রতিটি গুরুত্বপূর্ণ ডিটেল এবং সেল অফার সম্পর্কে সবকিছু জেনে নেই:
Moto G62: অফার
Motorola-র এই ফোন দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে: যা হল 6GB + 128GB এবং 8GB + 128GB। ফোনের 6GB RAM ভ্যারিয়্যান্টের দাম 17,999 টাকা। এছাড়া, ফোনের 8GB RAM ভ্যারিয়্যান্টের জন্য আপনাকে 19,999 টাকা খরচ করতে হবে। এই ফোনে, কোম্পানি 1500 টাকার ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে, যা আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে পাবেন। আপনি HDFC কার্ডের মাধ্যমে EMI পেমেন্টে 1750 টাকা ছাড় পাবেন। এছাড়াও, আপনি যদি একজন Jio ইউজার হন, তবে ফোনটি কিনলে আপনি 5049 টাকার সুবিধা পাবেন। অন্যদিকে, আপনি যদি ফোনটি আরও কম দামে কিনতে চান, তাহলে আপনি পুরানো ফোনের জন্য 17,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়াও, ফোনটি 624 টাকার মাসিক EMI-তেও কেনা যাবে।
Moto G62 5G স্পেসিফিকেশন
এই ফোনটিতে আছে 6.55 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আছে, এটিতে Full HD+ রেজোলিউশন আছে এবং এই ডিসপ্লেতে আছে 120Hz রিফ্রেশ রেট আছে। সঙ্গে এই ফোনে আছে IP52 রেটিং আছে যার অর্থ এই ফোনটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত থাকবে। কিন্তু ফোনটি মোটেই ওয়াটার প্রুফ নয়, তবে ওয়াটার স্প্ল্যাশ প্রুফ। এছাড়া ফোনে আছে Snapdragon 695 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্যা বক্স অপারেটিং সিস্টেম এর সাহায্যে চলবে এই ফোনটি। এই ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার কী জানেন? থিঙ্কশিল্ড সিকিউরিটি, এর ফলে হ্যাকাররা আপনার ফোন হ্যাক করতে পারবে না। মটোরোলার তরফে জানানো হয়েছে যে আগামী তিন বছর বিনামূল্যেই গ্রাহক সিকিউরিটি আপডেট পাবেন এই ফোনে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 13 সফটওয়্যারের আপডেট পেয়ে যাবেন গ্রাহকরা।
এই ফোনে আছে ট্রিপল ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। এছাড়া আছে 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা। অন্যদিকে ভিডিও কল এবং সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।