Motorola তার বাজেট ফোনের জন্য় গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। কোম্পানি কম দামে গ্রাহকদের দুর্দান্ত ফিচার সহ ফোন অফার করে। কোম্পানির এমনই একটি ফোন Motorola G62 5G এখন বেশ চর্চায় রয়েছে। কারণ এই ফোনের দাম একধাপে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি এই দুর্দান্ত ফোনটি কিনতে চাইছেন তবে এই খবর আপনাক কাজে আসতে পারে। আসুন এই ফোনের অফার, ফিচার থেকে শুরু করে সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক….
আসলে Flipkart-এ এই ফোন খুবই সস্তা দামে বিক্রি করা হচ্ছে। ফ্লিপকার্টে চলা এই সেলে আপনি এই ফোনটি খুব সস্তায় পেতে পারেন।
Motorola G62 5G ফোনের Frosted Blue মডেল, যা 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসে, Flipkart থেকে কিনতে পারবেন। এই ফোনের আসল দাম 21,999 টাকা এবং এটি 31 শতাংশ ডিসকাউন্টের পর 14,999 টাকায় কিনতে পারবেন। এছাড়া, এই ফোনে অনেক রকমের ব্যাঙ্ক অফারও দেওয়া হচ্ছে।
Flipkart Axis Bank কার্ড থেকে পেমেন্ট করলে আপনি 5% ক্যাশব্যাক পেতে পারেন। আপনি এক্সচেঞ্জ অফারের আওতায় আপনি অতিরিক্ত ছাড়ও পেতে পারেন।
Flipkart-এ পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে 14,400 টাকা ছাড় পাওয়া যাবে। তবে এই ডিসকাউন্ট অফার আপনার পুরনো স্মার্টফোনের অবস্থার উপর নির্ভর করছে। কোম্পানির তরফে এই ফোনে 1 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
আপনি যদি আপনার পুরানো ফোন এক্সচেঞ্জ করেন এবং সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পান, তাহলে এই ফোনটি আপনার দাম পড়বে 1149 টাকা (14,999 টাকা (ফোনের দাম) – (মাইনাস) 13850 টাকা (এক্সচেঞ্জ ডিসকাউন্ট) = 1149 টাকা (পুরো এক্সচেঞ্জ ভ্যালু পাওয়ার পরে) )
এই ফোনটিতে আছে 6.55 ইঞ্চির IPS LCD ডিসপ্লে আছে, এটিতে Full HD+ রেজোলিউশন আছে এবং এই ডিসপ্লেতে আছে 120Hz রিফ্রেশ রেট আছে। সঙ্গে এই ফোনে আছে IP 52 রেটিং আছে যার অর্থ এই ফোনটি ধুলো এবং জল থেকে সুরক্ষিত থাকবে। কিন্তু ফোনটি মোটেই ওয়াটার প্রুফ নয়, তবে ওয়াটার স্প্ল্যাশ প্রুফ। এছাড়া ফোনটিতে আছে Snapdragon 695 প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্যা বক্স অপারেটিং সিস্টেম এর সাহায্যে চলবে এই ফোনটি।
এই ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার কী জানেন? থিঙ্কশিল্ড সিকিউরিটি, এর ফলে হ্যাকাররা আপনার ফোন হ্যাক করতে পারবে না। মটোরোলার তরফে জানানো হয়েছে যে আগামী তিন বছর বিনামূল্যেই গ্রাহক সিকিউরিটি আপডেট পাবেন এই ফোনে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 13 সফটওয়্যারের আপডেট পেয়ে যাবেন গ্রাহকরা।
এই ফোনে আছে ট্রিপল ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। এছাড়া আছে 8 এবং 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা। অন্যদিকে ভিডিও কল এবং সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।