Moto G6 Plus ফোনটি 6GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এই ডিভাইসের দাম 22,499টাকা রাখা হয়েছে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মোটোরোলা ভারতে তাদের Moto G6 Plus ফোনটি লঞ্চ করেছে আর এই ফোনটি এই বছরের প্রথমে ব্রাজিলে লঞ্চ করা হ্যেছি।। Moto G6 Plus ফোনটি ভারতে 22,499টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি আজ থেকেই অনলাইন আর অফলাইনে মোটো হাবসে কেনা যাবে।
Moto G6 Plus য়ের স্পেসিফিকেশান
আমরা যদি এই ফোনটির স্পেসিফিকেশান দেখি তবে দেখা যাবে যে Moto G6 Plus ফোনটিতে 5.99 ইঞ্চির FHD+ ডিস প্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এই ডিভাইসটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 SoC যুক্ত যা 2.2GHz স্পিডে চলে। আর এই স্মার্টফোনের র্যাম 6GB আর এর স্টোরেজ 64GB. আর এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।
ছবি তোলার জন্য এই ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে আর তা হল 12MP+5MP r ক্যামেরা আর এই ফোনে ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে।
এই ফোনটিতে 3,200mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। Moto G6 Plus ফোনে মোটোরোলার অন্য ডিভাইসের মতন ন্যানো কাটিং দেওয়া হয়েছে।
এই ফোনটিতে কানেক্টিভিটির জন্য 4G VolTE, ডুয়াল সিম স্লট,। Wi-Fi ব্লুটুহ, 3.5mm হেডফোন জ্যাক আর USB টাইপ C পোর্ট দেওয়া হয়েছে। এই ডিভাইসে অ্যান্ড্রয়েড ওরি ও দেওয়া হয়েছে।