Moto G5S Plus এর ছবি অনলাইনে লিক হয়েছে

Updated on 26-May-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটি Moto’র প্রথম ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত স্মার্টফোন হবে

Moto G5S Plus এর প্রেস রেন্ডার অনলাইন লিক হয়েছে। এই রেন্ডার্স MySmartPrice লিক করেছে। লিক ছবি অনুসারে এটা জানা গেছে যে, এই স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।

এটি Moto র প্রথম স্মার্টফোন হবে যাতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এর আগে Moto G5S এর ছবি লিক হয়েছিল। সম্প্রতি লিক হওয়া একটি রেড ম্যাপের মাধ্যমে জানা গেছে যে কোম্পানি 'c', 'e', 'g', 'x' আর 'z' ব্র্যান্ডিং এ তাদের এই স্মার্টফোনটি লঞ্চ করবে।

আরও দেখুনঃ Vivo Xplay6 স্মার্টফোনটি লঞ্চ হল, এটি 64GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত

কোম্পানি সম্প্রতি moto C আর moto c plus স্মার্টফোন নিয়ে এসেছিল। Moto G5S এর মতনই Moto G5S Plus এও মেটাল ইউনিবডি আছে। এই ডিভাইসে 5.5  ইঞ্চির ডিসপ্লে থাকবে।

এই স্মার্টফোনটি গোল্ড, গ্রে আর সিলভার কালারে পাওয়া যাবে। Lenovo এর আগেও জানিয়েছে যে মোটোর এই ফোনটিতে  3000mAh এর ব্যাটারি আছে।

আরও দেখুনঃ Oneplus 5 স্ন্যাপড্র্যাগন 835 SoC যুক্ত হবে

আরও দেখুনঃ Vodafone নিয়ে এল নতুন প্ল্যান, দাম মাত্র Rs. 19

সোর্সঃ 

Connect On :