Moto G5s Plus আজ ভারতে লঞ্চ হবে

Moto G5s Plus আজ ভারতে লঞ্চ হবে
HIGHLIGHTS

Moto G5s এর দাম €299 (প্রায়Rs 22,700), আর Moto G5s এর দাম €249 ( প্রায় Rs 18,900) হতে পারে

আজ ভারতে মোটোরোলা তাদের Moto G5s Plus ফোনটি লঞ্চ করবে। এই স্মার্টফোনটি ইউরোপে গত মাসে Moto G5s এর সঙ্গে লঞ্চ হয়েছে। এই ফোনটি আজই অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাবে। এটি লুনার গড়ে আর ফাইন গোল্ড কালারে পাওয়া যাবে। 

Moto G5s Plus ফোনটির দাম €299 (প্রায়Rs 22,700), হবে আর Moto G5s এর দাম €249 (প্রায়18,900) হবে। এই স্মার্টফোনটি Honor 6X, Micromax Dual 5 আর তাড়াতাড়ি লঞ্চ হতে চলা Xiaomi Mi 5X কে প্রতিযোগিতায় ফেলবে। Moto G5s Plus আজ দুপুর ১২ তায় লঞ্চ হবে। 

Moto G5s Plus স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে, কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 অক্টা কোর SoC, 3GB/4GB র্যা ম আর 32GB/64GB’র ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে বাড়ানো যায়।

Moto G5s Plus ফোনটির সব থেকে বড় স্পেশালিটি ফোনটির ক্যামেরা। এই ফোনে ব্যাকে 13 মেগাপিক্সালের সেন্সারের ডুয়াল ক্যামেরা আছে। এই ডিভাইসের ফ্রন্টে 8 মেগাপিক্সালের ক্যামেরা দেওয়া হয়েছে। যা ওয়াইড অ্যাঙ্গেলের আর এতে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। 

Moto G5s Plus ফোনটিতে 3,000mAh এর ব্যাটারি আছে যা টার্বো চার্জ সাপোর্ট করে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1 নৌগাট আছে, এছাড়া এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হোম বটনে আছে। 

Moto G5s এই ফোনদুটির মধ্যে সস্তার ফোন। তবে এখনও এটা জানা যায়নি যে আজ এই ফোনটি লঞ্চ হবে কিনা। এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 SoC, 3GB র্যা ম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। 

Moto G5s ফোনটিতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা থাকবে যা f/2.0 অ্যাপার্চারের সঙ্গে আসবে আর এতে LED ফ্ল্যাশ থাকবে আর ফোনটির ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের ওয়াইড-অ্যাঙ্গেল যুক্ত হবে আর জয়ার অ্যাপার্চার f/2.0’র হবে। আর এতেও LED ফ্ল্যাশ থাকবে। এই ডিভাইসটিতে 3,000mAh এর ব্যাটারি থাকবে, আর এটি অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেমে চলবে। 

আজকের সেরা ডিল ফ্লিপকার্টে

সোর্সঃ 

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo