এই দুটি স্মার্টফোন Moto G সিরিজ স্মার্টফোনের মডিফাইড ভার্শান
Lenovo র কোম্পানি moto খুব তাড়াতাড়ি তাদের G সিরিজের অন্তর্গত নতুন স্মার্টফোন লঞ্চ করার তোরজোড় শুরু করে দিয়েছে। কোম্পানি তাড়াতাড়ি Moto G5S আর Moto G5S Plus লঞ্চ করতে পারে।
এই দুটি স্মার্টফোন Moto G সিরিরজ স্মার্টফোনের মডিফায়েড ভার্শান। Moto G5S এ 5.2 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। যেখানে Moto G5S Plus এ র ডিসপ্লে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে।
এই দুটি স্মার্টফোনের বিষয়ে অন্য খবর পাওয়া যায়নি। Moto G5 এ 5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে যার রেজিলিউশন 1980 X 1080p। এই স্মার্টফোনটিতে কোয়াল্কাম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আছে। এই ফোনটি মাত্র 2GBর্যাম ভেরিয়েন্টে পাওয়া যায়। এর ইন্টারনাল স্টোরেজ 16 আর 32GB।
এই ডিভাইসে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে। এছাড়া এই ডিভাইসে 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। এই ডিভাইসের ব্যাটারি 2800mAh এর। এটি স্পিড চার্জিং সাপোর্ট করে। এর ব্যাটারিটি রিমুভেবেল।
এই ডিভাইসে কানেক্টিভিটির জন্য এতে ওয়াই-ফাই, ব্লুটুথ আর মাইক্রো ইউএসবি পোর্ট আছে। এই ফোনটির মেজারমেন্ট 144.3 x 73 x 9.5 mm। আর এই ফোনটির ওজন 144 গ্রাম।