Moto G5S, Moto G5S Plus এর ছবি লিক হল

Moto G5S, Moto G5S Plus এর ছবি লিক হল
HIGHLIGHTS

এই দুটি স্মার্টফোন Moto G সিরিজ স্মার্টফোনের মডিফাইড ভার্শান

Lenovo র কোম্পানি moto খুব তাড়াতাড়ি তাদের G সিরিজের অন্তর্গত নতুন স্মার্টফোন লঞ্চ করার তোরজোড় শুরু করে দিয়েছে। কোম্পানি তাড়াতাড়ি Moto G5S আর Moto G5S Plus লঞ্চ করতে পারে।

এই দুটি স্মার্টফোন Moto G সিরিরজ স্মার্টফোনের মডিফায়েড ভার্শান। Moto G5S এ 5.2  ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। যেখানে Moto G5S Plus এ র ডিসপ্লে 5.5  ইঞ্চির ফুল HD ডিসপ্লে।

এই দুটি স্মার্টফোনের বিষয়ে অন্য খবর পাওয়া যায়নি। Moto G5 এ 5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে যার রেজিলিউশন 1980 X 1080p। এই স্মার্টফোনটিতে কোয়াল্কাম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আছে। এই ফোনটি মাত্র 2GBর‍্যাম ভেরিয়েন্টে পাওয়া যায়। এর ইন্টারনাল স্টোরেজ 16 আর 32GB।

আরও দেখুনঃ Xiaomi Mi 6c বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গেছে  

এই ডিভাইসে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে। এছাড়া এই ডিভাইসে 5  মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। এই ডিভাইসের ব্যাটারি 2800mAh এর। এটি স্পিড চার্জিং সাপোর্ট করে। এর ব্যাটারিটি রিমুভেবেল।

এই ডিভাইসে কানেক্টিভিটির জন্য এতে ওয়াই-ফাই, ব্লুটুথ আর মাইক্রো ইউএসবি পোর্ট আছে। এই ফোনটির মেজারমেন্ট 144.3 x 73 x 9.5 mm। আর এই ফোনটির ওজন 144  গ্রাম।

আরও দেখুনঃ Alcatel Go Flip ফিচার ফোনটি 4G LTE এর সঙ্গে লঞ্চ হল

ইমেজ সোর্সঃ          

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo