Moto G5S আর Moto G5S Plus ভারতে লঞ্চ হয়ে গেছে

Moto G5S আর Moto G5S Plus ভারতে লঞ্চ হয়ে গেছে
HIGHLIGHTS

দুটি স্মার্টফোনই অ্যামাজন ইন্ডিয়াতে কিনতে পাওয়া যাচ্ছে

Moto G5S আর G5S Plus স্মার্টফোন দুটি Rs 13,999 আর 15,999 দামে ভারতে লঞ্চ হয়ে গেছে। দুটি স্মার্টফোনই অ্যামাজন ইন্ডিয়াতে কিনতে পাওয়া যাচ্ছে। Moto G5S স্মার্ট ফোনটি Moto Hub মোটোর নিজস্ব অফলাইন স্টোরেও কিনতে পাওয়া যাচ্ছে। Moto G5S Plus লুনার গ্রে আর ব্লাশ গোল্ড কালারে পাওয়া যাচ্ছে আর সেখানে Moto G5S ফোনটি লুনার গ্রে আর ফাইন গোল্ড কালারে কিনতে পাওয়া যাচ্ছে। আমেজান থেকে 15,999 টাকায় কিনুন Moto G5s Plus (Lunar Grey, 64GB)

এই ফোনটি যারা কিনবেন তারা বেশ কিছু অফারের সুযোগও পাবেন। যেমন পুড়নো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে Rs 1,000 এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে, Moto Sports হেডফোনে Rs 499’র ডিস্কাউন্ট সমস্ত ক্রেডিটকার্ডে নো কস্ট EMI, অ্যামাজন কিন্ডলের ওপর 80% এর ডিস্কাউন্ট (আপটু Rs 300) আর রিলায়েন্স জিওর গ্রাহকরা অতিরিক্ত 4G ডাটা পাবে। এর সঙ্গে কোম্পানি ভারেত Moto G5 Plus এর দাম কমিয়েছে। আগে এই স্মার্টফোনটি Rs 15,999 দামে পাওয়া যেত এখন তা Rs 14,999 দামে পাওয়া যাবে।

Moto G5S স্মার্টফোনটি হাই-গ্রেড অ্যালুমিনিয়াম মেটাল ইনিবডির ফোন আর এর রেজিলিউশান 1920 x 1080পিক্সাল ও ফোনটিতে গোরিলাগ্লাস 3 এর প্রোটেকশান দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি  3000mAh এর। এছাড়া এই ফোনের ডিসপ্লের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।

এই ফোনটিতে অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার, 3GB র‍্যাম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। যা হাইব্রিড মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই ফোনের রেয়ার ক্যামেরা 16 মেগাপিক্সালের যার অ্যাপার্চার f/2.0 আর এই ফোনটিতে সিঙ্গেল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই ফোনের ফ্রন্টে 5 মেগাপিক্সালের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত ক্যামেরার সঙ্গেও LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটে চলে।

Moto G5S Plus স্মার্টফোনটির সবথেকে বড় স্পেশালিটি এর ডুয়াল ক্যামেরা সেটআপ। এই ডিভাইসের দুটি 13 মেগাপিক্সালের সেন্সার আছে যা f/2.0 অ্যাপার্চার যুক্ত। এই স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সালের ওয়াইড-অ্যাঙ্গেল যুক্ত যাতে LED ফ্ল্যাশ আছে আর যা প্যানোরোমা মোডে কাজ করতে পারে।

Moto G5S Plus ফোনটিতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে যা 1920 x 1080 পিক্সাল রেজিলিউশান যুক্ত। এই হ্যান্ডসেটটি 2.0GHz অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার, 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত আর যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নৌগাট অপারেটিং সিস্টেম আছে। এই ফোনটি নাইট ডিসপ্লে আর কুইক রিপ্লাইয়ের মতন ফিচার্স যুক্ত এই ফোনের ব্যাটারি 3000mAh এর। আর এই ফোনটি টারবো চার্জিং টেকনলজি যুক্ত।

এই ফোনটিতে কানেক্টিভিটির জন্য 4G VoLTE, WiFi,ব্লুটুথ, ডুয়াল-সিম, 3.5mm এর অডিও জ্যাক আর মাইক্রো USB পোর্ট আছে।

সোর্সঃ 

আমেজান থেকে 15,999 টাকায় কিনুন Moto G5s Plus (Lunar Grey, 64GB)

আজকের সেরা ডিল ফ্লিপকার্ট ও অ্যামাজনে

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo