Smartphone Price Cut: 6000mAh ব্যাটারি এবং 8GB RAM, বাজেট Moto ফোন হল আরও সস্তা, জানুন নতুন দাম কত

Updated on 11-Mar-2024

Smartphone Price Cut: আপনি যদি একটি বাজেট স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে এটাই সুবর্ণ সুযোগ। আসলে Motorola কোম্পানি তার Moto G54 ফোনের দাম একধাপে কমিয়ে দিয়েছে। গত বছর লঞ্চ হওয়া মোটো G54 ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আসে। কোম্পানি ফোনের দুটি ভ্যারিয়্যান্টের দাম কমিয়ে দিয়েছে।

মোটো G54 ফোনের বিশেষ ফিচারের কথা বললে, এতে FHD+ ডিসপ্লে এবং মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেট রয়েছে। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম কত।

আরও পড়ুন: Airtel Prepaid Plan Price Hike: এয়ারটেল গ্রাহকদের ঝটকা! দুটি সস্তার প্রিপেইড প্ল্যান হল দামি, জানুন এখন কত টাকা খসবে?

Moto G54 New price in India

এখন এই ফোনের 8GB RAM মডেলটি 2000 টাকা সস্তা করে দিয়েছে কোম্পানি

মটোরোলা কোম্পানি গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ করেছিল মোটো G54 ফোন। কোম্পানি এই ফোনের দুটি ভ্যারিয়্যান্ট বাজারে নিয়ে আসে- 8GB RAM+128GB এবং 12GB+256GB স্টোরেজ। এই দুটি মডেল 15,999 টাকা এবং 18,999 টাকায় বাজারে লঞ্চ করা হয়েছিল।

এখন এই ফোনের 8GB RAM মডেলটি 2000 টাকা সস্তা করে দিয়েছে কোম্পানি। পাশাপাশি, 12GB RAM মডেলটি 3000 টাকা সস্তা হয়েছে। দাম কমানোর পর এখন এই ফোন 13,999 টাকা এবং 15,999 টাকায় কেনা যাবে।

এই ফোনটি তিনটি কালার অপশনে কেনা যাবে – মিন্ট গ্রিন, মিডনাইট ব্লু এবং পার্ল ব্লু।

Moto G54 Specifications

মোটো ফোনে 50MP মেইন সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর রয়েছে

ডিসপ্লের কথা বললে, মোটো G54 ফোনে 6.5-ইঞ্চি FHD+ ডিসপ্লে রয়েছে। এতে 1080*2400 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া। এটি 560 নিটস পিক ব্রাইটনেস সহ আসে।

বাজেট মোটোরোলা স্মার্টফোনটি অক্টা-কোর MediaTek Dimensity 7020 চিপসেটে কাজ করে। এটি 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজের সাথে পেয়ার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য মোটো ফোনে 50MP মেইন সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর সহ ডুয়াল ক্যামেরা রয়েছে। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে মোটোরোলা ফোনে 6000mAh ব্যাটারি এবং 30W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া।

আরও পড়ুন: Xiaomi 14 5G: সবচেয়ে শক্তিশালী প্রসেসর, ট্রিপল 50MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ নতুন ফোন, জানুন দাম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :