ফ্ল্যাগশিপ ফোনকে টেক্কা দিতে আসছে Motorola এর নতুন স্মার্টফোন, ভারতে এই দিন হবে লঞ্চ
Moto G54 5G নামে নতুন ফোন নিয়ে হাজির হবে সংস্থা, ভারতে এই ফোন 6 সেপ্টেম্বর লঞ্চ হবে৷
Motorola India ওয়েবসাইট এবং Flipkart সাইটের মাধ্যমে আপকামিং স্মার্টফোনের সমস্ত ডিটেল সামনে এসেছে
Reliance Digital ওয়েবসাইটের লিস্টিং থেকে Moto G54 5G ফোনের দামও প্রকাশ হয়েছে
আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ Motorola ইউজারদের জন্য় দুর্দান্ত হতে চলেছে। 1 সেপ্টেম্বর কোম্পানি Moto G84 5G ফোন লঞ্চের ঘোষণার পরে, আরেকটি নতুন স্মার্টফোনের লঞ্চের তারিখ প্রকাশ করে দিয়েছে। Moto G54 5G নামে নতুন ফোন নিয়ে হাজির হবে সংস্থা।
Motorola India ওয়েবসাইট এবং Flipkart সাইটের মাধ্যমে আপকামিং স্মার্টফোনের সমস্ত ডিটেল সামনে এসেছে। শুধু তাই নয়, Reliance Digital ওয়েবসাইটের লিস্টিং থেকে Moto G54 5G ফোনের দামও প্রকাশ হয়েছে। ভারতে এই ফোন 6 সেপ্টেম্বর লঞ্চ হবে৷
Elevate your 5G experience to extraordinary heights with the best 5G phone revealed. #GoBeyondSpeed & immerse yourself in style that sets you apart from the crowd with #motog54_5G. Launching on Sept. 6th on @flipkart, https://t.co/azcEfy2uaW, & leading retail outlets.
— Motorola India (@motorolaindia) August 31, 2023
Moto G54 5G ফোনে কী রয়েছে বিশেষ
Moto G54 5G হল ভারতের প্রথম ফোন যা Dimensity 7020 SoC সহ বাজারে আনা হবে। ফোনটি তিনটি কালার মিন্ট গ্রিন, পার্ল ব্লু এবং মিডনাইট ব্লু অপশনে আসবে।
আরও পড়ুন: Top 5 Phones under 15000: সস্তা 5G ফোন খুঁজছেন? এই 5 সেরা ফোন কী রয়েছে আপনার তালিকায়?
Moto G54 5G এর দাম এবং বিক্রি
লঞ্চের আগেই Reliance Digital স্টোরের লিস্টিং থেকে আপকামিং Moto G54 5G ফোনের দাম ফাঁস হয়ে গিয়েছে। এর পাশাপাশি, ফোনটি কোন RAM অপশনে আসবে, সেও সামনে এসেছে।
লিস্টিং থেকে জানা গেছে যে Moto G54 5G ফোনটি দুটি মেডেল বিক্রি হবে, 8GB+128GB এবং 12GB+256GB স্টোরেজে। প্রথম মডেলটি 14,999 টাকার দামে আসবে এবং দ্বিতীয় মডেলটি 18,999 টাকায় কেনা যাবে।
Moto G54 5G কী থাকবে ফিচার
Moto G54 5G specifications এর কথা বললে, ফোনে 6.5-ইঞ্চি IPS LCD ফুল HD+ ডিসপ্লে থাকবে। ফোনের ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।
ফোনকে পাওয়ার দেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 প্রসেসর।
ফোনটি Android 13 অপারেটিং সিস্টামে কাজ করবে, যা Android 14-এ আপগ্রেড করা হবে।
ফটোগ্রাফির জন্য় ফোনে 50MP প্রাইমারি সেন্সর থাকবে, যা পেয়ার করা হবে 8MP আলট্রা ওয়াইড এঙ্গেল সহ। ফ্রন্টে 16MP সেন্সর থাকবে যা সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য় কাজ করবে।
Moto G54 5G ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 6000mAh ব্যাটারি অফার করা হবে৷
আরও পড়ুন: কার্ভড ডিসপ্লে এবং ডুয়াল ক্যামেরা সহ আসবে বাজারে ধামাকা করতে আসছে Motorola ফোন, ফিচার জেনে অবাক হবেন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile