সম্প্রতি মোটো G5 এর ব্লু ভেরিয়ান্টের ছবি লিক হয়েছিল। এবার এই ব্লু ভেরিয়ান্টকে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। আপাতত এই স্মার্টফোনটি শুধু ইউকে তে 02 তে এক্সক্লিউশিভ ভাবে পাওয়া যাচ্ছে। বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার
Moto G5 Sapphire Blue ভেরিয়ান্টকে আর কোন কোন দেশে লঞ্চ করা হবে এই নিয়ে কোম্পানির কোন অফিসিয়াল খবর এখনও জানা যায়নি। ভারতে Moto G5 এপ্রিলে লঞ্চ করা হবে।
এই স্মার্টফোনটি ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে এক্সক্লিউশিভ হবে।এই ডিভাইসটিকে সবার আগে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সামনে আনা হয়েছিল। এই সিরিজের আপগ্রেটেড ভার্সন Moto G5 Plus ভারতে লঞ্চ হয়ে গেছে।
ভারতে এই ফোনটি দুটি ভেরিয়ান্টে লঞ্চ হয়েছে। 3GB র্যা ম এর সঙ্গে 16GB ইন্টারনাল স্টোরেজ আর 4GB র্যা মের সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ।লোয়ার এন্ড ভেরিয়ান্ট এর দাম Rs.14,999 আর হায়ার এন্ড ভেরিয়ান্টের দাম Rs.16,999.
এই ডিভাইসে 13MP রেয়ার ক্যামেরা আর 5MP ফ্রন্ট ক্যামেরা আছে। এই স্মার্টফোনে 2800mAh ব্যাটারি আছে যা র্যা পিড চার্জিং সাপোর্ট করে। এই ডিভাইসের মেজারমেন্ট 144.3 x 73 x 9.5 mm আর ডিভাইসটির ওজন 144.5 গ্রাম। বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার