Moto G5 Plus এবার অ্যামাজনে সেলের জন্য পাওয়া যাচ্ছে

Updated on 14-Jun-2017
HIGHLIGHTS

অ্যামাজনে Moto G5 Plus এর 32GB’র ভেরিয়েন্টটি মাত্র Rs. 16,999 দামে পাওয়া যাচ্ছে

Moto G5 Plus ভারতে মার্চ মাসে লঞ্চ হয়েছিল। এখনও অব্দি এই স্মার্টফোনটি শুধু ফ্লিপকার্ট থেকে কেনা যেত। কিন্তু এবার এই ফোনটি অ্যামাজন থেকেও কেনা যাচ্ছে। অ্যামাজনে এর 32GB’র ভেরিয়েন্টটি Rs. 16,999 দামে পাওয়া যাচ্ছে। এটি লুনার গ্রে আর ফাইন গোল্ড রঙে পাওয়া যাচ্ছে।
Moto G5 Plus এ 5.5-ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে 1080 x 1920 পিক্সাল রেজিলিউশন যুক্ত।

ভাল পারফরমেন্সের জন্য এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 চিপস্টেক দেওয়া হয়েছে, যার মধ্যে অক্টা-কোর প্রসেসার অ্যাড্রিনো 506 গ্রাফিক্স প্রসেসার ইউনিটের সঙ্গে আছে। এছাড়া এই ফোনের র‍্যাম 4GB’র।

এই আপডেটের জন্য কোম্পানি জানিয়েছে যে, এই আপডেট ডাউলনোড করার আগে নিজের ডিভাইসে কম করে 50 শতাংশ চার্জ করে নিতে হবে। আর এই আপডেটটি ওয়াই-ফাই থেকে করতে হবে। 

Connect On :