মাত্র 10000 টাকার দামে ভারতে লঞ্চ হল সস্তা Moto 5G ফোন, 50MP ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন প্রসেসর

মাত্র 10000 টাকার দামে ভারতে লঞ্চ হল সস্তা Moto 5G ফোন, 50MP ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন প্রসেসর
HIGHLIGHTS

Motorola ভারতে Moto G45 5G লঞ্চ করে দিয়েছে

অফারের আওতায় নতুন মোটো জি45 5জি ফোনের দাম 9999 টাকা হবে

ফিচারের কথা বললে, এতে 50MP কোয়াড ক্যামেরা, Snapdragon 6s Gen 3 চিপসেট এবং 5000mAh ব্যাটারি পাওয়া যাবে

Motorola ভারতে Moto G45 5G লঞ্চ করে দিয়েছে। অফারের আওতায় নতুন মোটো জি45 5জি ফোনের দাম 9999 টাকা হবে। নতুন মোটো ফোনটি 28 অগাস্ট থেকে সেল করা হবে। ফিচারের কথা বললে, এতে 50MP কোয়াড ক্যামেরা, Snapdragon 6s Gen 3 চিপসেট এবং 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। আসুন মোটো জি45 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেন নেওয়া যাক।

Moto G45 5G ফোনের দাম এবং বিক্রি

মোটোরোলা তার সস্তা 5জি স্মার্টফোন মোটো জি45 ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করেছে।

ফোনের বেস মডেল 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 10,999 টাকা রাখা হয়েছে। টপ মডেল 8GB RAM+128GB স্টোরেজটি 12,999 টাকায় কেনা যাবে।

Moto G45 5G

আরও পড়ুন: Smartphone under Rs 15000: 108MP ক্যামেরা সহ আসে Redmi এবং Realme স্মার্টফোন, একই দামের দুটি ফোনে পার্থক্য কোথায় জানুন

লঞ্চ অফারের আওতায় কোম্পানি Axis Bank, IDFC First Bank ক্রেডিট এবং ডেবিট কার্ডে 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে।

অফারের পর নতুন মোটো জি45 5জি ফোনের দাম 9999 টাকা থেকে শুরু হবে।

মোটো জি45 5জি ফোনের বিক্রি 28 অগাস্ট দুপুর 12 টায় Flipkart, কোম্পানির ওয়েবসাইট থেকে করা হবে।

মোটো জি45 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: মোটোরোলার এই ফোনে 6.5-ইঞ্চি IPS LCD HD+ ডিসপ্লে রয়েছে। এটি 1600 x 720 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: মটোরোলা ফোনটি Qualcomm SD 6s Gen 3 6nm চিপসেট সহ আনা হয়েছে।

RAM এবং স্টোরেজ: নতুন মটোরোলা ফোনটি 4GB/8GB RAM সহ আসে। এছাড়া ফোনে 128 জিবি স্টোরেজ দেওয়া।

ক্যামেরা: মটোরোলার এই ফোনে 50MP রিয়ার মেইন ক্যামেরা এবং 8MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। ফোনের ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে মোটো ফোনে কোম্পানি 5000mAh ব্যাটারি অফার করেছে। এটি টার্বো পাওয়ার চার্জিং ফিচার সাপোর্ট করে।

আরও পড়ুন: Jio vs Airtel: 249 টাকার প্ল্যান অফার করছে দুটি কোম্পানি, তবে জিও নাকি এয়ারটেল কে দিচ্ছে বেশি সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo