OnePlus, Samsung এর চিন্তা বাড়াতে 10 ডিসেম্বর ভারতে আসছে বাজেট প্রাইসে Moto G35 5G, লঞ্চের আগেই প্রকাশ্যে ফিচার
মোটোরোলা তার বাজেট-ফ্রেন্ডলি Moto G35 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে
ভারতে মোটো জি35 5জি ফোনটি 10 ডিসেম্বর লঞ্চ হবে
মোটো জি35 ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে
মোটোরোলা তার বাজেট-ফ্রেন্ডলি Moto G35 5G স্মার্টফোন ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি গ্লোবাল মার্কেটে মোটো জি35 5জি চালু করার পর 10 ডিসেম্বর ভারতে আসছে এই ফোন। আপকামিং ফোনটি Flipkart সাইটে টিজ করা হয়েছে। ফ্লিপকার্ট সাইট অনুযায়ী, ভারতীয় ভার্সনেও একই স্পেসিফিকেশন দেওয়া হবে। আসুন জেনে নেওয়া যাক মোটো জি35 5জি ফোনে বিষয় সমস্ত কিছু।
Moto G35 5G ভারতে কবে হবে লঞ্চ
অনলাইন সাইট ফ্লিপকার্টে আপকামিং ফোনের ডেডিকেটেড পেজ তৈরি করা হয়েছে। ভারতে মোটো জি35 5জি ফোনটি 10 ডিসেম্বর লঞ্চ হবে। এখানে ফোনের লঞ্চ তারিখের সাথে স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে।
Capture every moment beautifully, day or night, with the 50MP Quad Pixel camera! 🌙✨ Fit all the fun with the 8MP ultra-wide lens & snap stunning selfies with the 16MP front camera. 📸❤️
— Motorola India (@motorolaindia) December 4, 2024
Launching 10 Dec @Flipkart, https://t.co/azcEfy2uaW & leading stores.#MotoG35 #ExtraaHai
আরও পড়ুন: Jio গ্রাহকদের জন্য সুখবর, 200 টাকা কম দামে মিলবে হাই-স্পিড 5G ডেটা সাথে কলিং-SMS
মোটো জি35 5জি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে
ডিসপ্লে: ফ্লিপকার্ট সাইটে থেকে জানা গেছে যে মোটো জি35 5জি স্মার্টফোনে 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া। এতে 1000 পিক ব্রাইটনেস থাকবে যা Vision Booster, 60Hz-120Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট এবং কর্নিং গরিল্লা গ্লাস 3 লেয়ার প্রোটেকশন সাপোর্ট থাকবে।
প্রসেসর: মোটোরোলার এই ফোনে Unisoc T760 চিপসেট দেওয়া হবে। এর সাথে 4GB RAM এবং 128GB স্টোরেজ পেয়ার করা হবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য মোটো জি35 ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এই ফোনে 8MP আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স থাকবে। ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে এতে।
ব্যাটারি: পাওয়ার দিতে মোটো জি35 5জি ফোনে 5000mAh ব্যাটারি থাকবে। এই ফোন 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আরও পড়ুন: শীতের মরসুমে সস্তায় Geyser কেনার সুযোগ, 5000 টাকার কম দামে দেখে নিন সেরা 5টি ওয়াটার গিজার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile