HIGHLIGHTS
মোটোরোলা এর নতুন বাজেট ফোন Moto G35 5G আগামী সপ্তাহ 10 ডিসেম্বর ভারতে লঞ্চ করা হবে ভারতীয় বাজারে মোটো জি35 5জি ফোনের দাম 10,000 টাকা থেকে কম হবে আপকামিং মোটো জি35 5জি ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে কেনা যাবে মোটোরোলা এর নতুন বাজেট ফোন Moto G35 5G আগামী সপ্তাহ 10 ডিসেম্বর ভারতে লঞ্চ করা হবে। আপকামিং মোটো জি35 5জি ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart থেকে কেনা যাবে। কোম্পানি লঞ্চের আগেই আপকামিং ফোনের প্রাইস রেঞ্জ টিজ করেছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং মোটো জি85 5জি ফোনের স্পেসিফিকেশন এবং দাম কেমন হবে।
Moto G35 5G ফোনের দাম কত হবে ফ্লিপকার্ট সাইট থেকে জানা গেছে ভারতীয় বাজারে মোটো জি35 5জি ফোনের দাম 10,000 টাকা থেকে কম হবে।
আসলে ইউরোপিয়ান মার্কেটে মোটোরোলা ডিভাইসটি 199 ইউরো (প্রায় 19,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এখন জানা গেছে যে ভারতীয় বাজারে এই ফোনের দাম 10 হাজার থেকে কম রাখা হবে।
আরও পড়ুন: BSNL এর সস্তা প্ল্যানে উঠল সুনামি, 90 দিন পর্যন্ত লাগবে না আর কোনো রিচার্জ
পুরনো ডিভাইস মোটো জি34 ভারতীয় বাজারে 10,999 টাকার শুরু দামে লঞ্চ হয়েছিল। এটি 4GB RAM+128GB স্টোরেজ মডেল সহ আনা হয়েছে।
আশা করা হচ্ছে যে 10,000 টাকার কম দামে মোটো জি35 5জি অফারের আওতায় আসতে পারে।
মোটো জি35 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে ডিসপ্লে: মোটো জি35 5জি ফোনে 6.7-ইঞ্চির 120Hz FHD+ ডিসপ্লে হবে।
প্রসেসর: আপকামিং মোটো জি35 5জি ফোনটি Unisoc T760 চিপসেটে কাজ করবে।
RAM এবং স্টোরেজ: ফোনটি 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ সহ আসবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য মোটো জি35 5জি ফোনে 50MP মেইন সেন্সর এবং 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 16MP ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে মোটো জি35 5জি ফোনে 5000mAh এর ব্যাটারি হবে যা 20W ওয়্যারড চার্জিং সাপোর্ট সহ আসবে।
অপারেটিং সিস্টাম: মোটো জি35 5জি ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিংয়ে কাজ করবে।
আরও পড়ুন: সস্তা রিচার্জ প্ল্যানের সুবিধা কমিয়ে গ্রাহকদের চটিয়ে দিল Vodafone Idea Vi, জানুন এখন কী পাওয়া যাবে এতে
Latest Article
5000mah Battery smartphone Realme Narzo N61 get bumper discount Price on amazon
5000mAh ব্যাটারি সহ Realme এর এই সস্তা স্মার্টফোন মাত্র 6498 টাকায় কেনার সুযোগ, লাগবে না আর কোনো অফার
Jio Rs 899 Recharge Plan offers 200 GB Data unlimited 5G cheaper than Airtel Plan
Jio vs Airtel: পুরো 90 দিন চলবে রিচার্জ প্ল্যান, 200 জিবি ডেটা এবং আনলিমিটেড 5G ডেটাও, 30 টাকা সস্তা এই কোম্পানির প্ল্যান
OnePlus 12R gets discount ahead OnePlus 13R Launch on Amazon
10000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 5G ফোন, 8GB এর দামে কিনুন 16GB RAM মডেল
BSNL cheapest recharge plans under 200 Unlimited calls data
BSNL এর সস্তা রিচার্জ প্ল্যান, 200 টাকার কম দামে 70 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং এবং ডেটা
Poco C75 5G Price in India vs Moto G35 5G Price in India Which budget 5G smartphone is best
Poco C75 5G vs Moto G35 5G: 10 হাজার টাকার কম দামে কোন 5জি ফোনটি হবে সেরা? জেনে নিন দাম থেকে ফিচার সমস্ত কিছু
Samsung Galaxy M35 5G Smartphone
লঞ্চ প্রাইস থেকে 4,554 টাকা সস্তা হল 50MP ক্যামেরা সহ Samsung 5G ফোন, নতুন দাম জেনে নিন কত
Poco M7 Pro 5G smartphone under Rs 15000 First sale today 4 reasons to buy 1 to skip
Poco M7 Pro 5G ফোনের আজ প্রথম সেল, কেনার আগে জানুন 4টি কারণ কেন কিনবেন এবং না কেনার 1টি বিশেষ কারণ 6000mAh ব্যাটারি সহ আসছে OnePlus 13R, ভারতে 7 জানুয়ারি হবে লঞ্চ
Reliance Jio Recharge Plans
মাত্র 51 টাকায় Unlimited 5G ডেটা, এই কোম্পানি দিচ্ছে সস্তা প্ল্যানে একগুচ্ছ ডেটা
Realme Narzo 70 Turbo 5G
2500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে নতুন Realme 5G ফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি