7000 টাকার কম দামের নতুন Moto ফোনের সেল শুরু, রয়েছে 50MP ক্যামেরা এবং 5200mAh ব্যাটারি
Motorola Moto G05 স্মার্টফোনের আজ প্রথম সেল শুরু হয়েছে
মোটো জি05 ফোনটি 7000 টাকার কম দামে কেনা যাবে
মোটো জি05 ফোনটি MediaTek Helio G81 Extreme চিপসেটে কাজ করে
Motorola সম্প্রতি Moto G05 নামের একটি সস্তা স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। এতে 90Hz রিফ্রেশ রেট সহ বড় ডিসপ্লে দেওয়া হয়েছে। আজ এই ফোনের প্রথম সেল শুরু হয়েছে। মোটো জি05 ফোনটি 7000 টাকার কম দামে কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক মোটো জি05 ফোনের সেল অফার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Moto G05 ফোনের দাম কত ভারতে
মোটো জি05 ফোনটি আজ থেকে Flipkart সাইটে বিক্রি করা হবে। দামের কথা বললে, মোটো ফোনের 4GB RAM+64GB স্টোরেজ মডেলে আসে, যার দাম মাত্র 6999 টাকা রাখা হয়েছে। ফোনটি Forest Green এবং Plum Red কালার অপশনে কেনা যাবে।
The new moto g05’s here! From the segment’s* brightest 6.67" 1000nits display & 50MP Quad-Pixel camera system to Pantone-validated vegan leather design & 5200mAh battery, it has it all.
— Motorola India (@motorolaindia) January 13, 2025
Buy now at just ₹6,999 @Flipkart | https://t.co/azcEfy2uaW | leading stores.#MotoG05 #MastHai
মোটো জি05 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, মোটো জি05 ফোনটি 6.67-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz দেওয়া।
প্রসেসর হিসেবে মোটো ফোনটি MediaTek Helio G81 Extreme চিপসেটে কাজ করে। ফোনের সাথে 4GB RAM এবং 64GB স্টোরেজ পেয়ার করা।
ফটোগ্রাফির জন্য ফোনে দেওয়া হয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা এবং ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে মোটো জি05 ফোনে 5200mAh ব্যাটারি থাকছে যা 18W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
আরও পড়ুন: OnePlus 13R ফোনের প্রথম সেল আজ, পুরো 5000 টাকা ছাড়ে কেনার সুযোগ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile