12GB RAM, 2 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ সহ সস্তা Moto G05 আজ হবে লঞ্চ, জানুন বাজেট ফোনের দাম কত হবে
Motorola কোম্পানি আজ 7 জানুয়ারি 2025 ভারতে তার লেটেস্ট বাজেট স্মার্টফোন Moto G05 লঞ্চ করতে চলেছে
মোটো জি05 ফোনের দাম প্রায় 10,000 টাকা থেকে 12,000 টাকা হতে পারে
মোটো জি05 ফোনে একটি স্টাইলিশ, প্রিমিয়াম ভিগন লেদর ডিজাইন অফার করা হবে
Motorola কোম্পানি আজ 7 জানুয়ারি 2025 ভারতে তার লেটেস্ট বাজেট স্মার্টফোন Moto G05 লঞ্চ করতে চলেছে। মোটো জি05 ফোনে একটি স্টাইলিশ, প্রিমিয়াম ভিগন লেদর ডিজাইন অফার করা হবে। মোটো জি05 ফোনটি মিডিয়াটেক হেলিও জি81 এস্কট্রিম প্রসেসর সহ আসবে বলে আশা করা হচ্ছে।
মোটো ফোনটি Android 15 এ কাজ করবে। আসুন জেনে নেওয়া যাক মোটো জি05 ফোনের কেমন হবে ফিচার এবং দাম।
আরও পড়ুন: 9999 টাকা সহ নতুন Redmi 5G ফোন ভারতে লঞ্চ, রয়েছে 50MP ক্যামেরা এবং 5160mAh ব্যাটারি
Battery worried? Not anymore! The #MotoG05 5200 mAh battery helps you scroll all day for 48 hours straight without needing to charge it. Ready to upgrade for non stop performance?
— Motorola India (@motorolaindia) January 6, 2025
Launching on 7 Jan @Flipkart | https://t.co/azcEfy1Wlo | leading retail stores. #Motorola #MotoG05
Moto G05 ফোনের দাম কত হবে ভারতে
মোটো জি05 ফোনের দাম প্রায় 10,000 টাকা থেকে 12,000 টাকা হতে পারে। এই ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে বিক্রি করা হবে। স্মার্টফোনের প্লাম রেড এবং ফরেস্ট গ্রিন কালার ভ্যারিয়্যান্টে আসতে পারে।
মোটো জি05 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে
ডিসপ্লে: মোটোরোলা জি05 ফোনে 6.67-ইঞ্চি ডিসপ্লে, 90Hz রিফ্রেশ রেট, গরিল্লা গ্লাস 3 প্রোটেকশন পাওয়া যাবে। এটি 1000 নিটস ব্রাইটনেস সহ আসা সেগামেন্টের প্রথম ফোন হতে পারে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে এতে মিডিয়াটেক হেলিও G81 এক্সট্রিম অক্টা-কোর চিপসেট দেওয়া হবে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে মোটোরোলা জি05 ফোনে 50MP কোয়াড পিক্সেল সিস্টাম থাকবে।
ব্যাটারি: পাওয়ার দিতে মোটো ফোনটি 5200mAh ব্যাটারি দেওয়া যেতে পারে যা একবার চার্জে 2 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দেবে।
আরও পড়ুন: লঞ্চের আগেই ফাঁস হল OPPO Reno 13 Series এর দাম, জানুন কত খরচ পড়বে পকেটে
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile