কনফার্ম: 7 জানুয়ারি ভারতে আসছে 12GB RAM সহ সস্তা Moto G05 ফোন

কনফার্ম: 7 জানুয়ারি ভারতে আসছে 12GB RAM সহ সস্তা Moto G05 ফোন
HIGHLIGHTS

গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার পর এখন Moto G05 ভারতে আসতে প্রস্তুত

ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে এটি নিশ্চিত হয়েছে যে মোটোলোরা জি07 ফোনটি 7 জানুয়ারি 2025 ভারতে লঞ্চ হবে

পাওয়ার দিতে মোটো জি05 ফোনের সাথে 5200mAh এর ব্যাটারি থাকবে

গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার পর এখন Moto G05 ভারতে আসতে প্রস্তুত। অনলাইন শপিং সাইটে Flipkart এ মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। এই মাইক্রোসাইট থেকে ফোনের লঞ্চ তারিখ, ফিচার এবং স্পেক্স প্রকাশ হয়েছে।

ভারতে কবে লঞ্চ হবে Moto G05 ফোন

ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে এটি নিশ্চিত হয়েছে যে মোটোলোরা জি07 ফোনটি 7 জানুয়ারি 2025 ভারতে লঞ্চ হবে। এর সাথে আপকামিং মোটো জি05 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনও কানফার্ম হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ থাকবে নতুন মোটো জি05 ফোনে।

আরও পড়ুন: 365 দিনের ভ্যালিডিটি সহ BSNL এর এই সস্তা প্ল্যান লাগবে না আর কোনো রিচার্জ, Jio, Airtel এবং Vodafone এর বাড়ল টেনশন

Moto g05 launch in India

মোটো জি05 ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী হবে

আপকামিং ফোনে 90Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি ডিসপ্লে থাকবে। এটি IP52 ওয়াটার রেপলেন্ট এবং ওয়াটার টাচ ফিচার সহ আসবে। যার মানে আপনি ভেজা হাতেও ফোনটি চালাতে পারবেন। এটি 1000 নিট পিক ব্রাইটনেস সহ আসা এই সেগামেন্টের প্রথম ফোন হতে চলেছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে মোটো জি05 ফোনে মিডিয়াটেক হেলিও জি81 এক্সট্রিম অক্টা কোর প্রসেসর অফার করা হবে।

পাওয়ার দিতে ফোনের সাথে 5200mAh এর ব্যাটারি থাকবে যা 2 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ সহ আসবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে মোটো জি05 ফোনটি 50MP কোয়াড পিক্সেল ক্যামেরা সাপোর্ট সহ আসবে।

কোম্পানি আপকামিং মোটো জি05 ফোনটি প্রিমিয়াম ভিগন লেদার ডিজাইন সহ আনা হবে। ফোনটি Android 15 এ চলবে এবং 2 বছরের সিকিউরিটি আপডেট সহ আসবে।

আরও পড়ুন: আর মাত্র কয়েকটা দিন! এই দিন ভারতে আসছে OnePlus 13 এবং OnePlus 13R, লঞ্চের আগেই জেনে নিন ফোনের প্রসেসর ক্যামেরা, ব্যাটারি ডিটেল

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo