moto g04s Launched: 50MP ক্যামেরা, প্রিমিয়াম ডিজাইন সহ মোটোরোলা লঞ্চ করল সস্তা ফোন, দাম 7 হাজার টাকার কম
Motorola ভারতে তার আরেকটি সস্তা নতুন স্মার্টফোন moto g04s লঞ্চ করেছে
মোটোরোলার এই ফোনটি 7000 টাকার কমে 50MP প্রাইমারি ক্যামের, প্রিমিয়াম ডিজাইন সহ আসে
moto g04s ফোনের দাম 6,999 টাকা রাখা হয়েছে
Motorola ভারতে তার আরেকটি সস্তা নতুন স্মার্টফোন moto g04s লঞ্চ করেছে। মোটোরোলার নতুন ফোন বাজেট সেগামেন্টে আনা হয়েছে। মোটোরোলার এই ফোনটি 7000 টাকার কমে 50MP প্রাইমারি ক্যামের, প্রিমিয়াম ডিজাইন সহ আসে। আসুন জেনে নেওয়া যাক নতুন মোটো জি০৪এস ফোনের দাম কত এবং ফিচার কী।
moto g04s ফোনের দাম কত ভারতে
মোটো জি০৪এস ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনটি 6,999 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: Lava Yuva 5G: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি, 10 হাজার টাকার কমে সস্তা ৫জি ফোন, জানুন ফিচার কী?
Unlock the full potential of your photography with our 50MP camera featuring Quad Pixel Technology in #MotoG04s. This innovative technology ensures remarkable clarity & brilliance in every photo.
— Motorola India (@motorolaindia) May 31, 2024
Sale starts 5th June @flipkart, https://t.co/azcEfy1Wlo & at leading retail stores. pic.twitter.com/EZ9UmfEg4u
মোটোরোলা জি০৪এস ফোনের প্রথম সেল 5 জুন দুপুর 12 টায় বিক্রি হবে। অফারের সাথে ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যাবে।
Motorola g04s ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে
ডিসপ্লে : মোটো ফোনে 6.56-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া। এটি 1612*720 পিক্সেল রেজোলিউশন এবং রিফ্রেশ রেট 90Hz এ কাজ করে।
প্রসেসর: পারফরম্যান্সের জন্য ফোনে ইউনিসকের T606 প্রসেসর দেওয়া। ফোনটি 4GB RAM এর সাথে পেয়ার করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনে 50MP রিয়ার সেন্সর দেওয়া হয়েছে। এটি LED Flash সহ আসে। সেলফি তোলার জন্য ফোনে 5MP সেন্সর পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিতে ফোনে 5000mAh দেওয়া, যা 15W চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile