HIGHLIGHTS
Motorola ভারতে তার নতুন Moto G04 স্মার্টফোনের ঘোষনা করেছে মোটো G04 ফোনে এক্রাইলিক গ্লাস ফিনিস ডিজাইন অফার করা হয়েছে স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং মোটোরোলা সাইট থেকে কেনা যাবে Motorola ভারতে তার নতুন Moto G04 স্মার্টফোনের ঘোষনা করেছে। এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন, যা G-Series এর আওতায় আনা হয়েছে। লেটেস্ট ডিভাইসটি 10,000 টাকার কম সেগামেন্টে আনা হয়েছে। মোটো G04 ফোনে এক্রাইলিক গ্লাস ফিনিস ডিজাইন অফার করা হয়েছে।
লেটেস্ট মোটো ফোনটি 90Hz IPS LCD পঞ্চ হোল ডিসপ্লে দেওয়া। ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টামে কাজ করবে। আসুন নতুন লঞ্চ হওয়া সস্তা 5G স্মার্টফোনে সমস্ত ডিটেল জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Vivo V30 Pro: 3D কার্ভড ডিসপ্লে এবং Zeiss ক্যামেরা সহ এই দিন লঞ্চ হবে ভিভো ফোন
Moto G04 ফোনের দাম এবং বিক্রি মোটো G04 ফোনের কথা বললে, এটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এতে 4GB RAM+64GB এবং 8GB RAM+128GB স্টোরেজ কেনা যাবে।
4GB RAM + 64GB Storage = 6,999 টাকা 8GB RAM + 128GB Storage = 7,999 টাকা স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং মোটোরোলা সাইট থেকে কেনা যাবে। ফোনের বিক্রি 22 ফেবরুয়ারি দুপুর 12টায় থেকে শুরু হবে।
মোটোর এই নতুন ফোনটি চারটি কালার অপশনে কেনা যাবে- কনকর্ড ব্ল্যাক, সি গ্রিন, সাটিন ব্লু এবং সানরাইজ অরেঞ্জ।
Motorola G04 স্পেসিফিকেশন নতুন মোটো G04 ফোনে 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 90Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং মোটোরোলা সাইট থেকে কেনা যাবে এন্ট্রি লেভেল মোটো ফোনে Unisoc T606 চিপসেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য নতুন ফোনে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। তবে সেলফি তোলার জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
পাওয়ার দিতে এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। এতে 10W চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Nothing Phone 2a Launch Date: ওয়ানপ্লাস কে টেক্কা দিতে আগামী মাসেই বাজারে আসছে সস্তা নথিং ফোন
Latest Article
Nothing Phone 3a series sale starts Today check first sale day offers price specification
প্রথম সেলেই 5000 টাকা সস্তায় Nothing Phone 3a সিরিজ কেনার সুযোগ, 32MP সেলফি ক্যামেরার ফোনের আজ প্রথম সেল
Vodafone Idea Vi 56 Days Recharge Plans 2025 offer upto 3gb data daily and unlimited call
পুরো 56 দিন আনলিমিটডে কলিং এবং প্রতিদিন 3GB পর্যন্ত ডেটা সহ আসে Vodafone Idea এর 3 রিচার্জ প্ল্যান, Airtel এবং Jio এর চিন্তা বাড়ল
Best smartphones under Rs 10000 Motorola G35 5G Poco M6 5G Samsung Galaxy f06 5G
Best Smartphones Under rs 10000: 10 হাজারের কমে সেরা 5 ফোন, দুর্দান্ত ক্যামেরা এবং পাওয়ারফুল ব্যাটারি সহ আসে Samsung থেকে Motorola ফোন
Jio
Jio এর ধামাকা, 100 টাকার রিচার্জে 90 দিন পর্যন্ত চলবে, লঞ্চ করল সবচেয়ে সস্তা JioHotstar প্ল্যান
Redmi Turbo 4 Pro specifications tipped with 7550mah battery before launch
7550mAh ব্যাটারি সহ আসছে Redmi এর শক্তিশালী ফোন, Snapdragon 8s Elite প্রসেসর সহ হতে পারে লঞ্চ
buy Motorola G05 price under 7000 on Flipkart sale
7000 টাকার কম দামে 50MP ক্যামেরা সহ Motorola ফোন কেনার সুযোগ, দুর্দান্ত ছাড় সহ আর কী রয়েছে অফার জানুন
Vivo V50e launch timeline specifications price leaked
আগামী মাসেই ভারতে আসছে Vivo এর নতুন সস্তা স্মার্টফোন, লিক হল দাম এবং স্পেসিফিকেশন
Airtel Data Recharge Plan
Airtel এর 77 দিনের ভ্যালিডিটি সহ সস্তা রিচার্জ প্ল্যান, 500 টাকার কম দাম দুই মাসের বেশি আনলিমিটেড কলিং
Buy Kodak Special Edition Smart TV under Rs 8000 on Flipkart Big saving days sale
Holi ধামাকা ডিল, 8000 টাকার কম দামে বড় স্ক্রিন সহ Smart TV তে দেদার ছাড় Realme P3x 5G vs Vivo T4x 5G: কোন বাজেট স্মার্টফোন 15000 টাকার কম দামে বেস্ট? দেখে নিন তুলনা