Moto G04: মাত্র 6999 টাকায় 8GB RAM, 5000mAh ব্যাটারি সহ মোটো স্মার্টফোন
Motorola ভারতে তার নতুন Moto G04 স্মার্টফোনের ঘোষনা করেছে
মোটো G04 ফোনে এক্রাইলিক গ্লাস ফিনিস ডিজাইন অফার করা হয়েছে
স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং মোটোরোলা সাইট থেকে কেনা যাবে
Motorola ভারতে তার নতুন Moto G04 স্মার্টফোনের ঘোষনা করেছে। এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন, যা G-Series এর আওতায় আনা হয়েছে। লেটেস্ট ডিভাইসটি 10,000 টাকার কম সেগামেন্টে আনা হয়েছে। মোটো G04 ফোনে এক্রাইলিক গ্লাস ফিনিস ডিজাইন অফার করা হয়েছে।
লেটেস্ট মোটো ফোনটি 90Hz IPS LCD পঞ্চ হোল ডিসপ্লে দেওয়া। ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টামে কাজ করবে। আসুন নতুন লঞ্চ হওয়া সস্তা 5G স্মার্টফোনে সমস্ত ডিটেল জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Vivo V30 Pro: 3D কার্ভড ডিসপ্লে এবং Zeiss ক্যামেরা সহ এই দিন লঞ্চ হবে ভিভো ফোন
Moto G04 ফোনের দাম এবং বিক্রি
মোটো G04 ফোনের কথা বললে, এটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এতে 4GB RAM+64GB এবং 8GB RAM+128GB স্টোরেজ কেনা যাবে।
Want a phone that sets you apart from the rest? Grab the new #MotoG04, featuring a stunning design, exceptional display, and flawless performance. Available for just ₹6,249 on @flipkart, https://t.co/azcEfy2uaW, and all leading retail stores. pic.twitter.com/spbFah40Fw
— Motorola India (@motorolaindia) February 15, 2024
- 4GB RAM + 64GB Storage = 6,999 টাকা
- 8GB RAM + 128GB Storage = 7,999 টাকা
স্মার্টফোনটি ই-কমার্স সাইট Flipkart এবং মোটোরোলা সাইট থেকে কেনা যাবে। ফোনের বিক্রি 22 ফেবরুয়ারি দুপুর 12টায় থেকে শুরু হবে।
মোটোর এই নতুন ফোনটি চারটি কালার অপশনে কেনা যাবে- কনকর্ড ব্ল্যাক, সি গ্রিন, সাটিন ব্লু এবং সানরাইজ অরেঞ্জ।
Motorola G04 স্পেসিফিকেশন
নতুন মোটো G04 ফোনে 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 90Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
এন্ট্রি লেভেল মোটো ফোনে Unisoc T606 চিপসেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য নতুন ফোনে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। তবে সেলফি তোলার জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
পাওয়ার দিতে এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে। এতে 10W চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: Nothing Phone 2a Launch Date: ওয়ানপ্লাস কে টেক্কা দিতে আগামী মাসেই বাজারে আসছে সস্তা নথিং ফোন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile