moto g04 in 2 variants under rs 8000 launched in india
Moto G04 স্মার্টফোন আজ ভারতীয় বাজার লঞ্চ হতে চলেছে। মোটোরোলা কোম্পানি তার আপকামিং ফোনের টিজার Flipkart সাইটে লাইভ করে দিয়েছে। ফোনটি আজ অর্থাৎ 15 ফেবরুয়ারি দুপুর 12টায় বাজারে আনা হবে।
আপকামিং মোটো G04 ফোনে প্রিমিয়াম ডিজাইন অফার করা হবে। ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। আপনি যদি নতুন ফোন কিনবেন ভাবছেন, তবে মোটোরোলার এই ফোনের ডিটেল দেখে নিতে পারেন।
আরও পড়ুন: Honor X9b ভারতে আগামীকাল হবে লঞ্চ, জানুন কী থাকবে ফিচার
মোটোরোলার আপকামিং স্মার্টফোনটি অক্টা-কোর প্রসেসর T606 সহ আসতে পারে।
যেমনটি আগেই জানিয়েছি যে ফোনে প্রিমিয়াম ডিজাইন দেওয়া হবে। ফোনের ডিসপ্লেতে 6.6 ইঞ্চি পাঞ্চ হোল থাকবে। এটি 90Hz রিফ্রেশ রেট সহ আসবে।
ফটোগ্রাফির জন্য মোটো ফোনে 16 মেগাপিক্সেলের AI ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হবে। এটি 4GB+64GB এবং 8GB+128GB স্টোরেজ মডেলে কেনা যাবে।
আপকামিং ফোনটি 5000mAh ব্যাটারি সহ আসবে। কোম্পানির দাবি যে ফোনটি 22 ঘন্টার টকটাইম পাওয়া যাবে।
আরও পড়ুন: Redmi A3 Launched: প্রিমিয়াম ফিচার এবং 12GB পর্যন্ত RAM সহ রেডমি ফোন লঞ্চ, দাম 7000 টাকা থেকে শুরু