মোটোরোলার মোটো G টার্বো ও মোটো M-এ মিলছে বাম্পার ডিসকাউন্ট

মোটোরোলার মোটো G টার্বো ও মোটো M-এ মিলছে বাম্পার ডিসকাউন্ট
HIGHLIGHTS

এই ডিসকাউন্ট মোটোরোলা নয় বরং অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্ট ও স্ন্যাপডিলের দিচ্ছে৷

মোটোরোলার দুটি স্মার্টফোন মোটো G টার্বো ও মোটো M-এ মিলছে বাম্পার ডিসকাউন্ট৷ তবে এই ডিসকাউন্ট মোটোরোলা নয় বরং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও স্ন্যাপডিলের তরফে দেওয়া হচ্ছে৷

মোটো G টার্বো হ্যান্ডসেটে পাওয়া যাচ্ছে ৩৬ শতাংশ ডিসকাউন্টে৷ এর জেরে মাত্র ৯,২৯৯ টাকায় এবার আপনিও আপনার বাজেটের মধ্যে কিনে ফেলতে পারবেন এই মোবাইল ফোনটি৷ বাজারে এর মূল্য ১৪,৯৯৯ টাকা৷

আরও দেখুন : আসুস জেনফোন পেগাসুস 3S স্মার্টফোন লঞ্চ, অ্যানড্রইড নৌগাট এবং 5000mAh ব্যাটারি’র সঙ্গে সজ্জিত

ফোনের স্পেকস সম্পর্কে আসা যাক, এই ফোনে ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে৷ রয়েছে ১.৫ গিগাহার্টজ অক্টা-কোর ৬৪ বিট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ প্রোসেসর ও ২জিবি র‍্যাম৷

ফোনে রয়েছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ মেমরি যা ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যেতে পারে৷ রয়েছে অ্যান্ড্রয়েড  5.1.1 লোলিপপ ও ২৪৭০ mAH ব্যাটারি৷ ১৩ এমপি রিয়ার ও ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে হ্যান্ডসেটটিতে৷

অন্যদিকে মোটো M হ্যান্ডসেট ফ্লিপকার্টে ১৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ করার সুযোগ পাওয়া যাচ্ছে৷ এক্সচেঞ্চ অফারের মূল্য আপনার পুরনো ফোনের অবস্থার উপর ঠিক করা হবে৷ এছাড়া গ্রাহকের কাছে যদি এক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে পেয়ে যাবেন ৫ শতাংশ বাড়তি ছাড়৷

মোটো M- এ রয়েছে ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে৷ রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷

আরও দেখুন : জোলো এরা 2X স্মার্টফোন এবার ফ্লিপ্কার্টে বিক্রয়ের জন্য হল উপলব্ধ

আরও দেখুন : কেন্দ্র সরকার শীঘ্রই আনতে পারে ডিজিটাল ইন্ডিয়ার জন্য ২০০০ টাকার স্মার্টফোন – রিপোর্ট

আমাজন থেকে কিনুন টাকায় 9,679 Moto G Turbo

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo