Moto G 5G (2024): দুর্দান্ত আপগ্রেডেড ফিচার নিয়ে আসছে নতুন ফোন! গিকবেঞ্চে হল স্পট

Moto G 5G (2024): দুর্দান্ত আপগ্রেডেড ফিচার নিয়ে আসছে নতুন ফোন! গিকবেঞ্চে হল স্পট
HIGHLIGHTS

Motorola শীঘ্রই একটি আরও নতুন ডিভাইস বাজারে আনতে চলেছে

এই ফোনটি Moto G 5G (2024) নামের সাথে আসবে

মোটোলোরা এর আগে 2023 সালে মোটো জি 5G (2023) লঞ্চ করেছিল

Motorola শীঘ্রই একটি আরও নতুন ডিভাইস বাজারে আনতে চলেছে। কোম্পানির এই স্মার্টফোন G-Series এর আওতায় লঞ্চ করা হবে। এই ফোনটি Moto G 5G (2024) নামের সাথে আসবে।

মোটোলোরা এর আগে 2023 সালে মোটো জি 5G (2023) লঞ্চ করেছিল। এই ফোনটি এখন 2024 সালে এর আপগ্রেড মডেল হবে। ফোনটি বেঞ্চমার্ক ওয়েবসাইটে স্পট করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন ফোনটি কোন কোন আপগ্রেডের সাথে আসবে।

আরও পড়ুন: Samsung Galaxy Tab Active 5: মিলিটারি গ্রেড রাগড বডি এবং 13MP ক্যামেরা নিয়ে হাজির নতুন ট্যাব লঞ্চ

Moto G 5G (2024) স্মার্টফোনে কী থাকবে বিশেষ

মোটো G 5G (2024) লঞ্চ খুব শীঘ্রই হবে বলে জানা গিয়েছে, কারণ ফোনটিকে একটি একটি বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে দেখা গেছে। গিকবেঞ্চে মাদারবোর্ড কোডনেম fogo সহ দেখা গেছিল। রিপোর্ট থেকে জানা গেছে যে মোটো G 5G (2024) 4GB RAM সহ আসবে। মোটো G 5G এর 2024 মডেল Android 14 অপারেটিং সিস্টামে কাজ করবে।

Moto G 5G (2024)
Moto G 5G (2023)

আপকামিং ফোনে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 1 দেওয়া হবে। এতে প্রসেসিংয়ের জন্য দুটি মেন কোর দেওয়া হয়েছে, যা 2.02GHz ক্লক করা হয়েছে। এখন অন্য 6 কোর 1.80Hz ক্লক করা হয়েছে। ফোনে গ্রাফিক্সের জন্য Adreno 619 GPU দেওয়া হয়েছে। ডিভাইসটি Snapdragon 4 Gen 1 চিপসেটের সাথে আনা হয়েছে।

আরও পড়ুন: POCO X6 Series India Launch: 12GB পর্যন্ত RAM এবং 64MP ক্যামেরা সহ আজ ধামাকা এন্ট্রি করবে দুটি নতুন স্মার্টফোন

Moto G 5G (2023) ফোনে কী ফিচার ছিল?

মোটো ফোনে HD+ রেজোলিউশন সহ 6.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে৷ এতে রিফ্রেশ রেট 120Hz দেওয়া হয়েছে। ফোনে অক্টা-কোর স্ন্যাপড্রাগন 480+ দেওয়া হয়েছে। এই ফোনে 4GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

মোটো G 5G 2023 ফোনে 48-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। ফোনের ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া। সিকিউরিটির জন্য ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে পাওয়ার দিতে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: BSNL 5G: জিও এবং এয়ারটেল এর 5G কে টেক্কা দেবে সরকারী টলিকম! জানুন আপনার শহরে কবে থেকে হবে শুরু

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo