সস্তা দামের Moto E7 Plus আজ আসছে ভারতে, ৪৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকছে ফোনে

Updated on 23-Sep-2020
HIGHLIGHTS

Moto E7 plus স্মার্টফোনের বিশেষ ফিচার হল ৪৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আর ৫,০০০ এমএএইচ ব্যাটারি

Moto E7 Plus ফোনে রয়েছে হাইব্রিড ডুয়াল সিম সপোর্ট এছাড়া ফোনটি Android 10-এ কাজ করবে

Moto E7 Plus 10w ফাস্ট চার্জিং সপোর্ট সহ আসে

Motorola তার নতুন স্মার্টফোন Moto E7 Plus  আজ (23 সেপ্টেম্বর) নিয়ে হাজির হবে। সংস্থার তরফে Moto E7 Plus-এর টিজারটি সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চালু করা হয়েছিল। এর পাশাপাশি ফোনের লঞ্চিং তারিখেরও ঘোষনা করে দেওয়া হয়েছিল। বলে দি যে গত সপ্তাহ এই ফোনটি সবার প্রথমে ব্রাজিলে লঞ্চ করা হয়। Moto E7 plus স্মার্টফোনের বিশেষ ফিচার হল ৪৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আর ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Moto E7 Plus দাম

ব্রাজিলে Moto E7 Plus ফোনটির দাম ১৩৪৯.১০ বিএলআর, যা ভারতীয় টাকায় প্রায় ১৮,৭০০ টাকা হতে পারে। Flipkart-এ Moto E7 Plus ফোনটি বিক্রি করা হবে।

Moto E7 Plus স্পেসিফিকেশন

Moto E7 Plus ফোনে রয়েছে হাইব্রিড ডুয়াল সিম সপোর্ট। এছাড়া ফোনটি অ্যান্ড্রয়েড ১০-এ কাজ করবে। মোটো ই৭ প্লাস ফোনে দেওয়া ৬.৫ ইঞ্চি ম্যাক্স ভিশন এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজিউলেশন ১৬০০ x ৭২০ পিক্সেল। ফোনের ভিতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর, গ্রাফিক্সের জন্য ফোনটিতে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ। ফোনটিতে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Moto E7 Plus এ রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। তাতে রয়েছে এফ/১.৭ অ্যাপারচার-সহ ৪৮ মেগাপিক্সেল। আবার অন্য ক্যামেরাটি হল এফ/২.৪ অ্যাপারচার-সহ ২ মেগাপিক্সেল। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। সেলফির জন্য থাকছে এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনে পাওয়ার দেওয়ার জন্য থাকছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি ফোনটি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সপোর্ট সহ আসে। সাথে ফোনে দেওয়া হয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য ফোনে রয়েছে ব্লুটুথ ৫.০, 4G এলটিই, ওয়াই-ফাই, মাইক্রো-ইউএসবি পোর্ট এবং ব্লুটুথ 5.0, 4 জি এলটিই, ওয়াই-ফাই, মাইক্রো-ইউএসবি পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক।

Connect On :