5000mAh য়ের বড় ব্যাটারি আর 6ইঞ্চির বড় ডিসপ্লের সঙ্গে 10 জুলাই লঞ্চ হবে মোটোরোলার নতুন স্মার্টফোন

5000mAh য়ের বড় ব্যাটারি আর 6ইঞ্চির বড় ডিসপ্লের সঙ্গে 10 জুলাই লঞ্চ হবে মোটোরোলার নতুন স্মার্টফোন
HIGHLIGHTS

Moto E5 Plus স্মার্টফোনটি 10 জুলাই ভারতে লঞ্চ করা হবে আর এই স্মার্টফোনটি স্পেশালি অ্যামাজনে সেলের জন্য পাওয়া যাবে

এই এপ্রিলে মোটোরোলা Moto G6 সিরিজের সঙ্গে Moto E5, E5 Play আর E5 Plus স্মার্টফোনটি ব্রাজিলে লঞ্চ করেছিল। আর গত সপ্তাহে কোম্পানি Moto E5Plus ফোনের টিজার ভারতে নিয়ে আসে আর এই ডিভাইসটি ভারতে 10 ই জুলাই লঞ্চ করা হবে। 30 সেকেন্ডের একটি ভিডিওতে মোটোরোলা টিজ করেছিল যে Moto E5 Plus ফোনে 5000mAh য়ের ব্যাটারি থাকবে আর ডিভাইসে 6ইঞ্চির ডিসপ্লে থাকবে। আর এই স্মার্টফোনটি স্পেশালি অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে।

দাম

Moto E5 Plus স্মার্টফোনের দাম EUR 169(প্রায় 13,500টাকা) তে লঞ্চ করা হয়েছিল তবে প্রতিযোগিতা দেখে কোম্পানি ভারতে এই ফোনটি 10,000টাকায় লঞ্চ করতে পারে।

স্পেসিফিকেশান

আমরা যদি স্পেসিফিকেশানের বিষয়ে কথা বলি তবে Moto E5 Plus ফোনে 6ইঞ্চির Moto E5 Plus  ডিসপ্লে থাকবে আর এর রেজিলিউশান 1440×720 পিক্সাল হবে। আর এই ডিভাইসে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট থাকবে আর এই ডিভাইসের স্টোরেজ ভেরিয়েন্টকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর এই ডিভাইসে 5,000mAh য়ের নন-রিমুভেবেল ব্যাটারি থাকবে। আর এই ডিভাইসটি গুগলের অ্যান্ড্রয়েড 8.0 ওরিও অপারেটিং সিস্টেমে কাজ করবে।

ক্যামেরা

আমরা যদি এই ফোনটির ক্যামেরা আর অপ্টিক্সের বিষয়ে কথা বলি তবে দেখা যাবে যে Moto E5 Plus ফোনে একটি 12MPর রেয়ার ক্যামেরা আছে যার অ্যাপার্চার f/2.0 আর সেখানে এই ডিভাইসের ফ্রন্টে একটি 8MPর ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির বিষয়ে যদি কথা বলি তবে এই স্মার্টফোনে আপনারা WiFi 802.11a/c/g, 4G, VoLTE, WiFi, ব্লুটুথ 4.2 আর চার্জিং আর ডাটা ট্রান্সফারের জন্য মাইক্রো USB পোর্ট পাবেন।

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo