আজকে ভারতে লেনোভো তাদের নতুন স্মার্টফোন Moto E5 Plus স্মার্টফোনটি 11,999টাকায় লঞ্চ করেছে। আর হ্যান্ডসেটটির ঘোষনা Moto G6 সিরিজের সঙ্গে এপ্রিল মাসে করা হয়েছিল। আর এই ডিভাইসটি ভারতে 10জুলাই থেকেই অ্যামাজনে কিনতে পাওয়া যাবে। এই ডিভাইসটি স্ন্যাপড্র্যাগন 435 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল আর ভারতে এটি স্ন্যাপড্র্যাগন 430 SoC র সঙ্গে লঞ্চ করা হয়েছে।
এই ডিভাইসটি ব্ল্যাক কালার আর 3GB র্যাম আর 32GB স্টোরেজের সঙ্গে লঞ্চ হয়েছে। এই ডিভাইসটি কিছু অফারের সঙ্গে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটি SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 800টাকার ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে। আর এছাড়া এই ডিভাইসটি 9 মাস পর্যন্ত নো ক্সট মান্থলি ইন্সটলমেন্টে কেনা যাবে। আর এটি এক্সচেঞ্জঅফারে 1,000টাকায়র ডিস্কাউন্টেও কেনা যাবে। যে সব ইউজার্সরা রিটেল স্টোর থেকে বা মোটো হাব থেকে এই ডিভাইসটি কিনবেন তারা পেটিএমের মাধ্যমে পেমেন্ট করলে 1,200টাকার ডিস্কাউন্ট পাবেন। আর Moto E5 য়ে অফলাইনে ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে।
Moto E5 Plus স্মার্টফোনটি আগের ফোনের তুলনায় বড় আপডেটের সঙ্গে লঞ্চ হেয়ছে এর অ্যাসপেক্ট রেশিও 18:9 । এই ডিভাইসে 6ইঞ্চির HD+ ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 1440x720p। আর এই ডিভাইসের ব্যাটারি সাইজ 5000mAhয়ের। আর এটি র্যাপিড চার্জিং সাপোর্ট করে। মোটোরোলা দাবি করেছে যে এটি 15 মিনিটে ৬ ঘন্টা পর্যন্ত ইউস ডেলিভারি করে।
এই ডিভাইসের ব্যাকে একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ আছে যা 12MPর সেন্সার যুক্ত যা f/2.0 অ্যাপার্চারের লেন্স যুক্ত, আর অন্যটি PDFA আর ফোকাসের জন্য। এই ডিভাইসে ফ্রন্টে 8MPর ক্যামেরা আছে আর এর অ্যাপার্চার f/2.2 সেন্সারের এর এর পিক্সাল পিচ 1.12um।
Moto E5 ফোনটিতে Moto Ef Plus য়ের মতন ডিজাইন দেওয়া হয়েছে। আর এই ডিভাইসের সাইজ 5.7 ইঞ্চির HD + ডিসপ্লে আর এর অ্যাস্পেট রেশিও 18:9। আর এই ডিভাইসটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 425 SoC দেওয়া হয়েছে। এর র্যাম 2GB আর স্টোরেজ 16GB।ফোনের রেয়ার ক্যামেরা 13mP.র। আর এই ফোনের ফ্রন্টে 5MPর ক্যামেরা দেওয়া হয়েছে। এর ব্যাটারি 4000mAhয়ের আর এটি 10W য়ের চার্জিং সাপোর্ট করে।