এই ডিভাইসের দাম Rs.10,000র কাছাকাছি হবে বলে অনুমান করা হচ্ছে
Lenovoর কোম্পানি Motorola তাদের E সিরিজের ওপর কাজ করছে. সম্প্রতি কোম্পানি Moto G5 আর Moto G5 Plus লঞ্চ করেছে. Moto G5 আর Moto G5 Plus মেটাল ডিজাইনের ছিল.
খবর পাওয়া গেছে যে Moto E সিরিজ মেটাল ডিজাইনে নিয়ে আসবে. এই ফোনটি সম্প্রতি বেঞ্চমার্কিং ওয়েবসাইট Geekbench এ দেখা গেছে. আপনাদের বলে রাখি যে কোম্পানি Moto E সিরিজ কোম্পানির লোয়ার এন্ড সিরিজ.
Moto E সিরিজের এই ডিভাইসে 2GB র্যাম আছে. এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 16GB. এই ডিভাইসের রেজিলিউশন 720p. এই ডিভাইসে কোয়াড কোর মিডিয়াটেক MT6737 প্রসেসার আছে.
এই ডিভাইসে 13 মেগাপিক্সাল ক্যামেরা থাকতে পারে. 4G সাপোর্ট এর সঙ্গে এই ডিভাইসে ব্লুটুথ 4.2. ওয়াই ফাই আর 2800mAh এর ব্যাটারি আছে. এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 অপারেটিং সিস্টেম থাকবে. এই ডিভাইসের দাম Rs.10,000 এর কাছাকাছি হবে.