Moto E4 Plus ফোনটি মেটাল বডি ডিজাইন আর 5.5-ইঞ্চির (1280 x 720 পিক্সাল) HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে যুক্ত হবে
ভারতে এবার মোটরোলা তাদের নতুন ফোন Moto E4 Plus, 12 জুলাই লঞ্চ করবে। কোম্পানি এই ফোনটির লঞ্চিং ইভেন্টের ইনভিটেশন মিডিয়া হাউস গুলিকে পাঠিয়ে দিয়েছে। এর সঙ্গে কোম্পানি সোশাল মিডিয়াতে Moto E4 Plus এর টিজার এনেছে।
এই ফোনটির স্পেসিফকেশন কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটি 5.5-ইঞ্চির HD ডিসপ্লে আছে। এতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 427 কোয়াড কোর প্রসেসারও আছে। এর ক্লক স্পিড 1.4GHZ। এই ডিভাইসে 2GB র্যাম আর 3GB র্যামের অপশান আছে। এই ফোনটিতে 16GB আর 32GB’র ইন্টারনাল স্টোরেজও আছে। এই স্টোরেজকে 128GB অব্দি বাড়ানো যায়।
এই ফোনটিতে 13MP’র রেয়ার অটফোকাস ক্যামেরা f/2.0 অ্যাপার্চারের সঙ্গে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 5MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনের ব্যাটারি 5000mAh এর। এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটে কাজ করে।
এই ফোনটি মেটাল বডী ডিজাইন যুক্ত। এতে ফিজিকাল হোম বটন আছে, যা একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের মতন ব্যবহার করা যায়। এটি ব্ল্যাক, ফাইন গোল্ড আর আয়রন গ্রে কালারে পাওয়া যাবে।