Moto E4 Plus 5000mAh ব্যাটারি আর অ্যান্ড্রয়েড নৌগাটের সঙ্গে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে
Moto E4 Plus এ মেটাল ডিজাইন আর 5.5-ইঞ্চির (1280 x 720 পিক্সাল) HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে যুক্ত
মোটোরোলা সম্প্রতি ভারতে Moto C আর Moto C Plus লঞ্চ করেছে। এবার আসা করা হচ্ছে যে কোম্পানি ভারতে তাদের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে। এই স্মার্টফোনটি Moto E4 Plus হওয়ার সম্ভাবনা আছে। কোম্পানি এই ফোন সংক্রান্ত খবর তাদের টুইটার
যদি Moto E4 Plus এর ফিচার্স কেমন তা দেখা যায় তবে দেখা যাবে যে এতে, 5.5- ইঞ্চির HD ডিসপ্লে আছে। এই ফোনের প্রসেসার কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 427 কোয়াড কোর। এর ক্লক স্পিড 1.4GHZ। এই ফোনটিতে 2GB আর 3GB র্যামের অপশন পাওয়া যাবে। এর ইন্টারনাল স্টোরেজ 32GB যা 128GB অব্দি বাড়ানো সম্ভব।
এই ডিভাসের অটোফোকাস রেয়ার ক্যামেরা 13MP’র যার অ্যাপার্চার f/2.0। এর ফ্রন্ট ক্যামেরা 5MP। এই ফোনের ব্যাটারি 5000mAh এর। এই ফোনটি অ্যান্ড্রয়েড 7.1 নৌগাটে কাজ করে।
এই ফোনটি মেটাল বডির, এই ফোনটিতে ফিজিকাল হোম বটনও আছে, যা ফিঙ্গার প্রিন্ট সেন্সারের মতন কাজ করে। এটি ব্ল্যাক, ফাইন গোল্ড, আয়রন গ্রে আর ফাইন গোল্ড রঙে পাওয়া যাবে।