দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ নিয়ে বাজারে Moto E3 Power

Updated on 30-Aug-2016
HIGHLIGHTS

গত জুলাইয়ে Moto E3 লঞ্চ করেছিল বাজারে৷ দাম ছিল মোটামুটি ৮৮০০টাকা৷ জানা যাচ্ছে এবার ফোনটির আর একটি ভার্সনও এসেছে বাজারে৷

স্মার্টফোনের দুনিয়া ততোক্ষণই স্মার্ট, যতক্ষণ ব্যাটারিতে আছে চার্জ৷  চার্জ ফুরোলেই প্রযুক্তি নির্ভর প্রজন্ম প্রায় চোখে অন্ধকার দেখে৷ সেটাই স্বাভাবিক৷ স্মার্টফোনের দুনিয়ায় সবথেকে বড় সমস্যাও এই ব্যাটারি ব্যাক আপ৷ বিভিন্ন কোম্পানি হাজারো নজরকাড়া স্পেসিফিকেশন আনে, কিন্তু ক্রেতার জিজ্ঞাসা, সে সব স্পেশিফিকেশন ব্যবহার করার মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে তো! নইলে সঙ্গে পাওয়ার ব্যাঙ্ক, ডেটা কেবল থাকা মাস্ট৷ এই যন্ত্রণা ঘোটাতেই উদ্যোগ নিয়েছে মোটোরোলা৷ এবার তারা বাজারে আনল Moto E3 Power৷

আরও দেখুন : স্যামসাং Z2 স্মার্টফোন লঞ্চ, মূল্য Rs. 4,590

গত জুলাইয়ে Moto E3 লঞ্চ করেছিল বাজারে৷ দাম ছিল মোটামুটি ৮৮০০টাকা৷ জানা যাচ্ছে এবার ফোনটির আর একটি ভার্সনও এসেছে বাজারে৷  আলাদা কী থাকছে এই ফোনে?

থাকছে ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ যা Moto E3 -র থেকে অনেকটাই বেশি৷ এছাড়া মেমরি ও স্ক্রিনের (৫ ইঞ্চি) দিক থেকেও অনেক স্মার্ট৷ ফ্রন্ট ক্যামেরা থাকছে ৫ মেগাপিক্সেলের৷ রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের৷ আর সর্বোপরি থাকছে 3500mAh –এর ব্যাটারি ব্যাকআপ৷

যদিও মোটোরোলা আনুষ্ঠানিকভাবে এখনও এই ফোনের কথা ঘোষণা করেনি৷ তবে জানা যাচ্ছে, ফোনটি বিক্রি হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে৷ হংকংয়ের বেশ কিছু রিটেল সাইটে ফোনটি বিক্রি হতে দেখা গিয়েছে৷ দাম মোটামুটি ৯৫০০ টাকা৷ এত সস্তায় এত ব্যাটারি ব্যাকআপ প্রায় আর কোনও স্মার্ট ফোনেই নেই৷ সেক্ষেত্রে ব্যাটারির নিরিখে বাজারে এ ফোন জনপ্রিয়তা পাবেই বলে মনে করছে স্মার্টফোন ব্যবহারকারীরা৷

আরও দেখুন : শীঘ্রই আপনি এক বছরের জন্য ডাটা প্যাক ক্রয় করতে পারবেন

আরও দেখুন : স্যামসং গ্যালাক্সি S7, গ্যালাক্সি S7 এজ এর মূল্য তে হলো ছাড়

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech.

Connect On :