8,999 টাকায় লঞ্চ হল Moto E22s, ফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি

Updated on 18-Oct-2022
HIGHLIGHTS

E-Series এর আওতায় ভারতে আরেকটি বাজেট স্মার্টফোন Moto E22s লঞ্চ করেছে কোম্পানি

ফোনের 4GB RAM এর সাথে 64GB স্টোরেজের দাম 8,999 টাকা রাখা হয়েছে।

এই ফোন 90Hz রিফ্রেশ রেট এবং 5,000mAh ব্যাটারির সাথে আনা হয়েছে

স্মার্টফোন ব্র্যান্ড Motorola ভারতীয় বাজারে তাদের বাজেট স্মার্টফোন চালু করছে। এবার E-Series এর আওতায় ভারতে আরেকটি বাজেট স্মার্টফোন Moto E22s লঞ্চ করেছে কোম্পানি। এই ফোন 90Hz রিফ্রেশ রেট এবং 5,000mAh ব্যাটারির সাথে আনা হয়েছে। বলে দি যে Moto E22s ফোন এর আগে এই বছর আগস্ট মাসে গ্লোবাল মার্কেটে চালু করেছিল।

Moto E22s এর দাম

মটোরোলা-র এই স্মার্টফোন আর্কটিক ব্লু এবং ইকো ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনটি সিঙ্গেল স্টোরেজ মডেলে আসে, এর 4GB RAM এর সাথে 64GB স্টোরেজের দাম 8,999 টাকা রাখা হয়েছে। ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে কেনা যাবে।

Moto E22s এর স্পেসিফিকেশন

ফোনে 6.5-ইঞ্চি HD + IPS LCD ডিসপ্লে রয়েছে, যা একটি পাঞ্চহোল ডিজাইন এবং 90Hz রিফ্রেশ রেট সহ আসে। ফোনে অ্যান্ড্রয়েড 12-এর সাথে, কাছাকাছি থেকে স্টক অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা পাওয়া যায়। সিকিউরিটির জন্য ফোনে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্টও রয়েছে। Moto E22s ফোনে MediaTek Helio G37 প্রসেসর এবং 4GB RAM সহ 64GB স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে স্টোরেজ 1 TB পর্যন্ত বাড়ানো যাবে।

Moto E22s ক্যামেরা

Moto E22s-এ ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার মধ্যে 16-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2-মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা রয়েছে। সেলফির জন্য ফোনে 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। রিয়ার ক্যামেরার সাথে LED ফ্ল্যাশ সাপোর্ট রয়েছে।

Moto E22s ব্যাটারি

Moto E22s একটি 5000mAh ব্যাটারি এবং 10W চার্জিং সাপোর্ট পাোয়া যাবে। ব্যাটারির ব্যাপারে কোম্পানির দাবি, ফোনটি একবার চার্জে দুই দিন চলতে পারবে। ফোনে কানেক্টিভিটির জন্য ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0 এবং 3.5mm হেডফোন জ্যাক সাপোর্ট পাওয়া যাবে।

Connect On :