17 অক্টোবর 2022 সালে Moto E22s লঞ্চ করতে পারে ভারতে
এই ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে সঙ্গে 90 Hz রিফ্রেশ রেট
অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সাহায্যে ফোনটি পরিচালিত হবে
Motorola শীঘ্রই ভারতীয় বাজারে Moto E22s আনতে চলেছে। দীর্ঘদিন Motorola এই ফোনটি নিয়ে কাজ করছিল। জানা গিয়েছে প্রিমিয়াম ডিজাইন নিয়ে ফোনটি ভারতে 17 অক্টোবর লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে এই ফোনে ভাল মানের রিফ্রেশ রেট রয়েছে সঙ্গে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সুবিধা। Moto E32, Moto G37 কিছুদিন আগেই মটোরোলা কোম্পানির তরফে লঞ্চ করা হয়েছে।
কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
মুকুল শর্মা, একজন টিপস্টার এই ফোনের লঞ্চের বিষয়টি প্রকাশ্যে এনেছেন। জানিয়েছেন আগামী 17 অক্টোবর ফোনটি লঞ্চ করতে চলেছে ভারতে। যদি সত্যি ফোনটি আগামী সোমবার লঞ্চ হয় তাহলে তার আগে দেখে নিন এই ফোনের সেরা ফিচারগুলো।
IPS LCD ডিসপ্লে সহ 90 Hz রিফ্রেশ রেট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমের সাহায্যে ফোনটি পরিচালিত হবে। এই ফোনের সাইডে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়া এই ফোনে গ্রাহকরা পাবেন IP52 রেটিং এবং দুর্ধর্ষ একটি ডিজাইন।
গত মাসেই ইউরোপের বাজারে Moto E22s লঞ্চ করেছে। সেখানে এই ফোনে রয়েছে MediaTek Helio G37 প্রসেসর। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে। রিয়ার ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল সেন্সর। 5 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে ফ্রন্ট ক্যামেরায়। 10W ফাস্ট চার্জিং সহ 4020mAh ব্যাটারি রয়েছে এই ফোনে। 139.99 ইউরো বা ভারতীয় মূল্যে কম বেশি 11,000 টাকায় এই ফোনটি ইউরোপের বাজারে পাওয়া যাচ্ছে।