Moto C2 আর Moto C2 Plus অ্যান্ড্রয়েড গো ডিভাইস হিসাবে লঞ্চ হতে পারে
By
Digit Bangla |
Updated on 26-Jul-2018
HIGHLIGHTS
Moto C2 স্মার্টফোনটিতে সুধু 1GB র্যাম আর 16GB স্টোরেজ থাকবে আর আশা করা যায় যে এটি একটি অ্যান্ড্রয়েড গো ফোন হবে
Moto C2 আর Moto C2 Plus স্মার্টফোন দুটি ANATEL য়ের সার্টিফিকেশান পেয়েছে আর এটি একটি ব্রাজিলের অথরিটি। আর ব্রাজিলে মোটোরোলার লোকাল ফ্যাক্ট্রি আছে আর এখানে কোম্পানির উল্লেখযগ্য উপস্থিতি দেখার মতন।
আর এই রিপোর্ট অনুসারে Moto C2 ডিভাইসের মেজারমেন্ট 147.9×71.2mm হবে। আর এটি সিঙ্গেল ডুয়াল ফোন হবে যা LTE র সঙ্গে আসবে। আর এই ডিভাইসে 2,120mAH য়ের ব্যাটারি থাকবে।
C2 স্মার্টফোনটিতে 1GB র্যাম আর 16GB স্টোরেজ থাকবে আর আশা করা যায় যে এই ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড গো ফোন হিসাবে আসবে। আর এর কারন এই যে এই ফোন দুটি সম্পুর্ন ভাবে Moto E5 Play Go য়ের মতন হবে।
তবে এই ফোনের লঞ্চের বিষয়ে কোন খবর এখানও পর্যন্ত পাওয়া যায়নি। আর এই সার্টিফিকেশান দেখে এটাই মনে হয় যে এই ডিভাইস দুটি খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে।