Moto C ভারতে লঞ্চ হল, এর দাম Rs. 5,999

Moto C ভারতে লঞ্চ হল, এর দাম Rs. 5,999
HIGHLIGHTS

Moto C তে 5-ইঞ্চির ডিসপ্লের সঙ্গে 4G VoLTE’র সাপোর্টো আছে

Moto C ভারতে লঞ্চ করা হল। এটি কোম্পানির সবথেকে সস্তা স্মার্টফোন। ভারতে এর দাম Rs. 5,999। এটিতে 5-ইঞ্চির FWVGA ডিসপ্লে দেওয়া হয়েছে।

এটি 1.1GHz  মিডিয়াটেক MT6737M প্রসেসার যুক্ত আর এর র‍্যাম 1GB’র। এর সঙ্গে এর ব্যাটারি 2350mAh এর। এছাড়া এই ফোনটিতে 16GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 32GB অব্দি বাড়ানো যায়।

এই স্মার্টফোনটির ক্যামেরা কেমনতা এবার দেখা যাক। এই ফোনটিতে 5MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। রেয়ার ক্যামেরার সঙ্গে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। এর ফ্রন্ট ক্যামেরা 2MP এর। এটি অ্যান্ড্রয়েড নৌগাট v7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনটি 4G VoLTE সাপোর্ট করে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo