কোম্পানি এই বিষয়ে টুইটারে তাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে খবর দিয়েছে
এই মাসে কোম্পানি ভারতে Moto C কে Rs. 5,999 দামে ভারতে লঞ্চ করেছিল। এবার কোম্পানি ভারতে Moto C Plus লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই বিষয়ে টুইটারে তাদের নিজস্ব অ্যাকাউন্ট থেকে খবর দিয়েছে।
Moto C Plusএ 5-ইঞ্চির HD ডিসপ্লে আছে আর এটি কোয়াড কোর মিডিয়াটেক MT6737 প্রসেসার যুক্ত। এটি মালী -T720 GPU এর সঙ্গে পাওয়া যায়। এই ফোনটি 1GB/2GB র্যাম যুক্ত। এর ইন্টারনাল স্টোরেজ 16GB’র এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 32GB অব্দি বাড়ানো যায়।
এর ক্যামেরা সেটআপ কেমনতা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে, এই রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশ যুক্ত। এর ফ্রন্ট ক্যামেরা 2 মেগাপিক্সালের। এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে কাজ করে। এই ফোনের ব্যাটারি 4000mAh। এটি 4G VoLTE স্মার্টফোন। এর থিকনেস 10mm আর ওজন 162 গ্রাম।