Moto C Plus এবার আপনার হতে পারে

Updated on 22-Jun-2017
HIGHLIGHTS

এই স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে, এই রেয়ার ক্যামেরাটি LED ফ্ল্যাশ যুক্ত

Moto C Plus সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। আজ দুপুর ১২টা থেকে এই স্মার্টফোনটি ফ্লিপকার্ট থেকে বিক্রি হচ্ছে। ভারতে এই স্মার্টফোনটির দাম Rs 6,999 রাখা হয়েছে।

Moto C Plus এর ফিচারগুলি একবার দেখে নি। এই ফোনটিতে 5-ইঞ্চির HD ডিসপ্লে আছে আর এটি কোয়াড কোর মিডিয়াটেক MT6737 প্রসেসার যুক্ত। এটি মালী- T720 GPU যুক্ত। এটি 2GB র‍্যাম যুক্ত। এর ইন্টারনাল স্টোরেজ 16GB’র। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 32GB অব্দি বাড়ানো যায়। আজ Flipkart থেকে এই প্রোডাক্ট আজ কিনুন বিশাল ডিস্কাউন্টে

এই ফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই স্মার্টফোনটিতে 8 মেরগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ যুক্ত। এর সঙ্গে এতে 2 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনের ব্যাটারি 4000mAh এর। এটি 4G VoLTE ফিচার যুক্ত। এর থিকনেস 10mm আর এর ওজন 162 গ্রাম।

ফ্লিপ্কার্ট থেকে কিনুন 6,999 টাকায় Moto C Plus (Starry Black, 16 GB) (2 GB RAM),

Connect On :