Moto C Plus এবার এক্সচেঞ্জে মাত্র Rs. 499 তে পাওয়া যাচ্ছে

Moto C Plus এবার এক্সচেঞ্জে মাত্র Rs. 499 তে পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

এটি 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরার সঙ্গে এসেছিল, এই ফোনের রেয়ার ক্যামেরার সঙ্গে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে

লেনোভোর Moto C Plus গত মাসেই ভারতে লঞ্চ হয়েছে। এখনও অব্দি এটি শুধু ফ্লিপকার্টে Rs. 6,999তে পাওয়া যাচ্ছে। এবার Moto C Plus এক্সচেঞ্জ অফারে লিস্টিং করা হয়েছে। একচেঞ্জ অফারে Rs. 6500 অব্দি এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাচ্ছে। মানে এই ফোনটি মাত্র Rs. 499 তে আপনি কিনতে পারবেন। এর সঙ্গে গ্রাহকদের Rs. 100 র চিপস্টেকের চার্জও দিতে হবে।

Moto C Plus ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখা যাক। এই ফোনটিতে 5-ইঞ্চির HD ডিসপ্লে আছে আর এটি কোয়াড কোর মিডিয়াটেক MT6737 প্রসেসার যুক্ত। এটি মালী T720 GPU যুক্ত।

এটি 2GB র‍্যাম যুক্ত। এতে 16GB ইন্টারনাল স্টোরেজ আছে, স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 32GB অব্দি বাড়ানো যায়।

এই ফোনের ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে  8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে, রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনটিতে 2 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম যুক্ত। এই ফোনে 4000mAh এর ব্যাটারি আছে। এই ফোনটি 4G VoLTE ফিচার যুক্ত। এই ফোনটির থিকনেস 10mm আর এর ওজন 162 গ্রাম।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo