Moto C Plus এর সমস্ত ইউনিট মাত্র 7 মিনিটের মধ্যে সেল হয়ে গেছে

Moto C Plus এর সমস্ত ইউনিট মাত্র 7 মিনিটের মধ্যে সেল হয়ে গেছে
HIGHLIGHTS

Moto C Plus এর প্রথম বিক্রি ফ্লিপকার্টে করা হয়েছিল

Moto C Plus কে এই কিছুদিন আগেই ভারতে লঞ্চ করা হয়েছিল। দুদিন আগে এই স্মার্টফোনটির প্রথম সেল ফ্লিপকার্টে করা হয়। এবার ফ্লিপকার্ট জানিয়েছে যে প্রথম সেলেই এই ফোনটি মাত্র 7 মিনিটে সোল্ড আউট হয়েগেছে। প্রথম সেলে সব মিলিয়ে 42,000 ইউনিট সেল হয়েছে। আজ Flipkart থেকে এই প্রোডাক্ট গুলি বিশাল ডিস্কাউন্টের সঙ্গে কিনুন

ভারতে Moto C Plus এর দাম Rs. 6,999 রাখা হয়েছে। Moto C Plus এর ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5-ইঞ্চির HD ডিসপ্লে আছে আর এটি কোয়াড কোর মিডিয়াটেক MT6737 প্রসেসার যুক্ত। এটি মালী- T720 GPU যুক্ত। এটি 2GB র‍্যাম যুক্ত। এর ইন্টারনাল স্টোরেজ 16GB’র। এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 32GB অব্দি বাড়ানো যায়। ফ্লিপ্কার্ট থেকে কিনুন 6,999 টাকায় Moto C Plus (Starry Black, 16 GB) (2 GB RAM),

এই ফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই স্মার্টফোনটিতে 8 মেরগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ যুক্ত। এর সঙ্গে এতে 2 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনের ব্যাটারি 4000mAh এর। এটি 4G VoLTE ফিচার যুক্ত। এর থিকনেস 10mm আর এর ওজন 162 গ্রাম।

সোর্সঃ 

ফ্লিপ্কার্ট থেকে কিনুন 6,999 টাকায় Moto C Plus (Starry Black, 16 GB) (2 GB RAM),

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo